এএফসি কাপের প্লে-অফে বুধবার আবাহনী-ঈগলস লড়াই
১৫ আগস্ট ২০২৩, ০৯:১৯ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
এএফসি কাপের প্লে-অফ ম্যাচে ঢাকা আবাহনী লিমিটেড ও মালদ্বীপের ক্লাব ঈগলসের লড়াই বুধবার। সিলেট জেলা স্টেডিয়ামে বিকাল সোয়া ৩ টায় শুরু হবে ম্যাচটি। তবে এ ম্যাচে কেবল দু’দলই একে অপরের প্রতিপক্ষ নয়, তাদের প্রতিপক্ষ হতে পারে বৃষ্টিও। তাই মঙ্গলবার সিলেটে অনুষ্ঠিত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ঘুরেফিরে আলোচনায় এসেছে আবহাওয়ার ইস্যুটি। কারণ আবহাওয়ার পূর্বভাসে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টি হলে তা নিয়ে চিন্তিত নন ঢাকা আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ঈগলসের বিপক্ষে আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই। ঘরের মাঠে সাফল্য পেতেই মাঠে নামবে আমার দল। তারপরও আবহাওয়ার উপর কারো নিয়ন্ত্রণ নেই। যা হওয়ার তাতো হবেই।’
এশিয়ান ক্লাব ফুটবলে বিদেশি খেলোয়াড় নিবন্ধনে কোন সীমাবদ্ধতা নেই। তবে একাদশে খেলতে পারবেন ৬ বিদেশি। যদিও আবাহনীর ক্যাম্পে এখন রয়েছেন ১১জন বিদেশি ফুটবলার। তবে আবাহনী ম্যাচ খেলতে ৬ জন নিয়েই মাঠে নামবে। এ প্রসঙ্গে কোচ লেমোস বলেন,‘আমরা কাল (বুধবার) একাদশে ছয় জন বিদেশি নিয়েই খেলব। বিদেশিরা কয়েক দিন ধরে স্থানীয়দের সঙ্গে অনুশীলন করছে ফলে সমন্বয়ে সমস্যা নেই।’ অন্যদিকে ঈগলস ক্লাবের মালদ্বীপ জাতীয় দলের একাধিক ফুটবলার রয়েছেন। তবে মাত্র পাঁচ জন বিদেশি নিয়ে বাংলাদেশে এসেছে মালদ্বীপের এই ক্লাবটি। এদের নিয়েই লড়াই করতে চান ঈগলসের কোচ শিয়াজ মোহাম্মদ। তার কথায়, ‘আমরা ৫ জন বিদেশি নিয়েই ম্যাচ জয়ের জন্য মাঠে নামবো। যদিও আমরা ইতোমধ্যে জেনেছি আবাহনী বাংলাদেশের সেরা দলগুলোর অন্যতম একটি। তাদের বিপক্ষে জয় পাওয়া কঠিন হলেও অসম্ভব নয়।’ চারদিন আগে ম্যাচ ভেন্যুতে এসে পৌঁছেছেন ঈগলসের ফুটবলাররা। তাই পরিবেশের সঙ্গে ভালই মানিয়ে নিয়েছেন তারা। শিয়াজ বলেন, ‘ছেলেদের নিয়ে আমি ক’দিন আগে বাংলাদেশে এসেছি এখানকার পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে। টার্ফে (সিলেট বিকেএসপি) অনুশীলন করেছি কয়েক দিন। যদিও খেলা হবে ঘাসের মাঠে। আশা করি এতে সমস্যা হবে না।’
নিয়ম অনুযায়ী এক লেগের ম্যাচ হওয়ায় নির্ধারিত সময়ে খেলা ড্র থাকলে অতিরিক্ত সময়ে গড়াবে। সেখানেও ড্র হলে ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য টাইব্রেকারের ব্যবস্থা হবে। এই ম্যাচের বিজয়ী দল আগামী ২২ আগস্ট পরবর্তী প্লে-অফ ম্যাচে খেলবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মির্জাপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর মৃধার পদ স্থগিত
বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবি হেফাজতে ৩৬ মিয়ানমার নাগরিক
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নাসির মহাসচিব নেওয়াজ
আইনজীবীদের জুরিসপ্রুডেন্সের ওপর বই লেখার আহ্বান প্রধান বিচারপতির
রোমানিয়ায় কূটনীতিক মহসিনকে শাস্তির দাবিতে ৭ দিনের আলটিমেটাম
লক্ষ্মীপুরে ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান, ৩৯ হাজার টাকা জরিমানা
দক্ষিণ এশিয়ান টেনিস বল ক্রিকেট চ্যাম্পিয়ানশীপে রানার্স-আপ সৈয়দপুর দলকে সংবর্ধনা
সাভার হাইওয়ে থানার ইনচার্জ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত
ভাড়াটিয়াসহ মালিককে বের করে বসত বাড়ি দখল
যে মামলায় আটক লতিফ বিশ্বাস
নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের প্রস্তুতি নিতে হবে
প্রশাসন সংস্কারে কঠোর হতে হবে
অসভ্য নগরীতে পরিণত ঢাকা
মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে চীনের পাল্টা নিষেধাজ্ঞা
সমুদ্রে ক্ষয়যোগ্য শক্ত প্লাস্টিক ব্যবহার করা যাবে গাড়িতেও
উৎসবে আতশবাজি নিষিদ্ধে হাজারও মানুষের আবেদন
বাথরুমের নাম করে গয়না নিয়ে পালালেন কনে
অর্থ, রসিদ বই নিয়ে পালিয়ে গেল ইসকনের কর্মী
পণবন্দীর ভিডিও প্রকাশ হামাসের ইসরাইলে মুক্তির দাবিতে বিক্ষোভ