ঈগলসকে হারিয়ে প্লে-অফে আবাহনী
১৬ আগস্ট ২০২৩, ০৯:৫০ পিএম | আপডেট: ১৭ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
এএফসি কাপের প্রিলিমিনারি পর্বের ম্যাচে মালদ্বীপের ক্লাব ঈগলসকে হারালো ঢাকা আবাহনী লিমিটেড। গতকাল বিকালে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনী ২-১ গোলে হারায় ঈগলসকে। বিজয়ী দলের হয়ে গ্রানাডার ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট ও ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো অগাস্তো একটি করে গোল করেন। ঈগলসের পক্ষে এক গোল শোধ দেন অধিনায়ক ফরোয়ার্ড আহমেদ রিজোয়ান। এই জয়ে এএফসি কাপের প্লে-অফে জায়গা করে নিলো আবাহনী।
কাল সিলেট জেলা স্টেডিয়ামের কর্দমাক্ত মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় আবাহনী। একাদশে নতুন দুই ব্রাজিলিয়ান ছিলেন না। তাদের ছাড়াই অন্য ৬ বিদেশি নিয়ে খেলেছে পর্তুগিজ কোচ মারিও লেমসের দল। ম্যাচের ৫ মিনিটে আবাহনীর মিডফিল্ডার মুজাফররভের একটি প্রচেষ্টা ঈগলসের গোলরক্ষক মোহাম্মদ শাফিউ হাত উঁচিয়ে ফিরিয়ে দেন। ১৫ মিনিটে বক্সের বাইরে থেকে মুজাফররভ জোরালো শট নিলে শাফিউ ঝঁপিয়ে পড়ে তা রক্ষা করেন। ছয় মিনিট পরই গোলের দেখা পায় আবাহনী। ম্যাচের ২১ মিনিটে ফরোয়ার্ড ডেভিড ওজুকুর মাপা ক্রসে গ্রানাডিয়ান ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট লাফিয়ে উঠে হেডে বল ইগলসের জালে ফেলেন (১-০)। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে ওজুকু ডেভিডের শট ক্রসবারের উপর দিয়ে গেলে ব্যবধান বাড়েনি আবাহনীর। পিছিয়ে থেকে বিরতি গেলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ঈগলস চেষ্টা করে সমতায় ফিরতে। এই অর্ধে দু’দলই খেলেছে সমান তালে। ৫৬ মিনিটে মালদ্বীপের ক্লাবটি গোল শোধের দারুণ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। এসময় দলের অধিনায়ক আহমেদ রিজোয়ানের শট উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে। ম্যাচের ৬৩ মিনিটে সমতায় ফেরে ঈগলস। এসময় মিলোভান পেট্রোভিচের ফ্রি কিকে দৌঁড়ে এসে ফাঁকায় চলতি বলে পা চালান আহমেদ রিজোয়ান। তার এই চলন্ত শট আশ্রয় নেয় আবাহনীর জালে (১-১)। ম্যাচে সমতা আসার পর এগিয়ে যেতে চেষ্টা করে দু’দলই। আক্রমণ-পাল্টা আক্রমণে তারা বেশ কয়েকটি গোলের সুযোগও তৈরি করে। তবে সাফল্য পায় আবাহনীই। ৭৩ মিনিটে আবাহনী ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও গোল হয়নি। কর্নেলিয়াস একক প্রচেষ্টায় প্রতিপক্ষের বক্সে ঢুকে গোলরক্ষকে একা পেয়ে শট নিলেও গোলবঞ্চিত হন। তার শট ঝাঁপিয়ে পড়ে বলের দিক পরিবর্তন করে দেন শাফিউ। অবশেষে ম্যাচের ৮৯ মিনিটে জয়সূচক গোলটি পায় আবাহনী। এসময় মুজাফফরভের কর্ণার শটের বলে ব্রাজিলিয়ান দানিলো হেড নিলে তা জাল স্পর্শ করে (২-১)। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ঢাকা আবাহনী। ভারতের মোহনবাগান ও নেপালের মাচিন্দ্রা এফসির মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে ২২ আগস্ট প্লে-অফের ম্যাচ খেলবে আবাহনী।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ৫ টন জিরা
রাজধানীর উত্তরাতে শীতার্তদের মধ্যে সোনালী ব্যাংকের কম্বল বিতরণ
ফুডপ্যান্ডায় সিপি ফাইভ স্টারের ১০০টি আউটলেটের খাবার অর্ডার করা যাবে
বিপিএলে ছক্কার নতুন রেকর্ড
ভুক্তভোগী পরিবারে কিশোর গ্যাংদের হামলা, থানায় পাল্টাপাল্টি অভিযোগ
উইন্ডিজ সফরের নারী দল ঘোষণা
মাজারের জন্য মানত করা কোনো কিছু মসজিদ বা এতিমখানায় দেওয়া প্রসঙ্গে।
মানিকগঞ্জে পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত
র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি শেকৃবি উপাচার্যের
কলকাতা বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ বাংলাদেশি যাত্রী
সিরাজদিখানে অবৈধভাবে তিন ফসলি জমির মাটিকাটার দায়ে দুটি ভেকু ধ্বংস
মসনদেতে কে বসবে সেটি এখন দিল্লী নয়, জনগণই নির্ধারণ করবে: হাসনাত আব্দুল্লাহ
চাটমোহরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
ঢাকায় ৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ৩ দিনব্যাপী পর্যটন মেলা
কুপিয়ে বাক্প্রতিবন্ধী কিশোরীকে খুন : বাবাকে খুঁজছে পুলিশ
মাদারীপুর সদর হাসপাতালের লাশ কাটার মর্গটির এখন বেহাল দশা
খালেদা জিয়ার জন্য কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
ঐক্যবদ্ধ না থাকলে , বিভক্ত হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে- শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান
শাক-সবজি উৎপদান করে এলাকায় সাড়া ফেলেছে
জিরানী-আমতলা সড়কে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি লাখো মানুষের