নতুন চ্যাম্পিয়ন ইনকিলাব
১৮ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
ওয়ালটন-ডিআরইউ ফুটবল টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন দৈনিক ইনকিলাব। গতকাল শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় আসরের জমজমাট ফাইনালে গত আসরের চ্যাম্পিয়ন চ্যানেল আইকে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইনকিলাব। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। তার আগে সেমিফাইনালে এটিএন নিউজকে ২-০ গোলে হারিয়ে চ্যানেল আই এবং দীপ্ত টিভিকে ১-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লেখায় দেশের বহুল প্রচারিত দৈনিক পত্রিকাটি। গত আসরে এই চ্যানেল আইকে হারিয়েই ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টেও শিরোপা জিতেছিল বর্তমান চ্যাম্পিয়ন ইনকিলাব।
এদিন আসরের শুরু থেকে দুর্দান্ত খেলা চ্যানেল আইকে ফাইনালে অবশ্য সেভাবে খুঁজে পাওয়া যায়নি। ইনকিলাবের জমাট রক্ষণ বার বার হতাশ করেছে চ্যানেল আইয়ের খেলোয়াড়দের। তাতে গোলশূন্যভাবে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। এরপর টাইব্রেকারে তারা ৩-১ ব্যবধানে হেরে যায় এবং শিরোপা হাতছাড়া করে। ফাইনালে দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা পুরস্কার জিতে নেন ইনকিলাবের চিফ রিপোর্টার ফারুক হোসাইন।
টুর্নামেন্ট সেরার পুরস্কার ওঠেছে চ্যানেল আইয়ের রাহুল রায়ের হাতে। তবে বাংলাভিশনের ইমরুল কায়েস ও চ্যানেল আইয়ের রাহুল রায়ের সমান ৮টি করে গোল থাকায় জুড়িদের বিচারে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রাহুল রায় ও ইমরুল কায়েস। আর সেরা গোলরক্ষকের পুরস্কার জেতেন ইনকিলাবের অতিথি খেলোয়াড় মাসুদ মোস্তাহিদ।
দারুণ উপভোগ্য ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপদেষ্টা, চায়না-বাংলা সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক এবং সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। এ সময় টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর বক্তব্য রাখেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ’র সভাপতি মুরসালীন নোমানী। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল। সঞ্চালনায় ছিলেন ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান।
দেশের প্রিন্ট মিডিয়া, টেলিভিশন ও অনলাইন পত্রিকার ৫০টি দলের অংশগ্রহণে গত ১১ অক্টোবর শুরু হয় ‘ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৩।’ টুর্নামেন্টের শুরু থেকে দারুণ লড়াই করে প্রিন্ট মিডিয়ার হয়ে আশার আলো জ্বেলে কোয়ার্টার ফাইনালে ওঠে ইনিকিলাব। সেখান থেকে সেমিতে, পরে ফাইনালে জায়গা করে নেয় আসরের সেরা দুই দল ইনকিলাব ও চ্যানেল আই। ইনকিলাবের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জমজমাট এই ফুটবল আয়োজন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুকসুদপুরে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
পাঁচ দিনব্যাপী ইবি ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব শুরু
মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন ব্যবসায়ীর জরিমানা
কেরানীগঞ্জে হযরতপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫০ হাজার টাকা জরিমানা
বরিশালে গানমাধ্যম সংস্কার কমিশন সংবাদ কর্মীদের মতামত গ্রহন করল
বার্সার কাছে হেরে খুবই হতাশ রিয়াল কোচ
২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ শহীদ আবু সাঈদের পরিবারের
১৯ জানুয়ারি ইসলামী আইনজীবী পরিষদের সম্মেলন সফল করার আহ্বান"
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে কোরআন খতম ও দোয়া
অধ্যক্ষ হয়ে ভাগ্য বদলে যায় অনুতোষ কুমারের
দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে : কর্নেল অলি
ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কারো না কারো হাত থাকে : ইসি
সিলেটকে উড়িয়ে জয়ের ধারায় চট্টগ্রাম
ঈশ্বরগঞ্জে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সচিবালয়ের পথে জবির অনশনকারী শিক্ষার্থীরা
হাজীগঞ্জে ছেলের ঘুষিতে বাবার মৃত্যুর অভিযোগ
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা: চেয়ারম্যানকে আসামি করে মামলা
নরকিয়া ও এনগিডিকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দ. আফ্রিকা দল
বান্দরবানে দূর্বৃত্তের গুলিতে মার্মা নারী আহত
‘বিতর্ক ওঠায়’ পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল