সেমিফাইনালে বসুন্ধরা-মোহামেডান
০৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম
ঘরোয়া ফুটবলের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপের সেমিফাইনাল নিশ্চিত করলো বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা। বিজয়ী দলের হয়ে উজবেকিস্তানের ডিফেন্ডার ববুরবেক ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গমেজ একটি করে গোল করেন। সেনাবাহিনীর পক্ষে একমাত্র গোলটি শোধ দেন স্থানীয় ফরোয়ার্ড শাহরিয়ার ইমন।
একই দিনে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শেষ কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়ে সেমিতে পা রাখে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। মোহামেডানের পক্ষে জয়সূচক গোলটি করেন উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফরভ। এর আগে আবাহনী লিমিটেড ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি সেমিফাইনাল নিশ্চিত করেছিল। ফলে আগামী ১৫ ডিসেম্বর প্রথম সেমিফাইনালে মোহামেডান খেলবে রহমতগঞ্জের বিপক্ষে। একই দিন দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা আবাহনীর প্রতিপক্ষ বসুন্ধরা কিংস।
কাল বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাগতিক দলের বিপক্ষে লড়াই করেই হেরেছে সেনাবাহিনী। যদিও ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলই উপহার দিয়েছে বসুন্ধরা কিংস। সেনাবাহিনীও পাল্টা আক্রমণ করে ম্যাচকে উপভোগ্য করে তোলে। ৩৯ মিনিটে ডান প্রান্তে কর্ণার থেকে মিগুয়েলের বাঁ পায়ের মাপা ক্রস বক্সে পেয়ে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন ববুরবেক (১-০)। প্রথমার্ধের যোগকরা সময়ে (৪৫+৩ মিনিট) বক্সের বাইরে থেকে মোরসালিনের দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে গোল শোধ করতে ব্যর্থ হয় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। তাই এগিয়ে থেকেই বিরতিতে যায় বসুন্ধরা। বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের সুযোগ তা নষ্ট করে সেনাবাহিনী। ম্যাচের ৫০ মিনিটে ডান প্রান্ত থেকে সেনাবাহিনীর শাহরিয়ার ইমনের ক্রস,বক্সে ক্লিয়ার করেন ববুরবেক। ৫৩ মিনিটে মিগুয়েল দামাসেনার ক্রস বক্সে পেয়ে হেড নেন রাকিব। তবে বল চলে যায় মাঠের বাইরে। ৫৭ মিনিটে মোরসালিনের স্পটকিক বক্সে ক্লিয়ার হয়। ৬১ মিনিটে দর্শনীয় শটে বসুন্ধরার জালে বল পাঠিয়ে ম্যাচে সমতা আনেন সেনাবাহিনীর শাহরিয়ার ইমন (১-১)। ৭৬ মিনিটে বক্সের বাইরে থেকে সাদ উদ্দিনকে বল দেন রাকিব। বল পেয়ে সাদ বক্সে পাস দেন ডরিয়েলটনকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বল পেয়ে দারুণ শটে তা জালে পাঠান (২-১)। ফের এগিয়ে যায় বসুন্ধরা। আর এ গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে সেমিতে নাম লেখায় কিংসরা।
একই দিন মুন্সিগঞ্জে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ম্যাচের প্রায় পুরোটা সময়জুড়ে ছিল মোহামেডানের আধিপত্য। তারপরেও একমাত্র গোলের জয় পায় সাদাকালোরা। নির্ধারিত ৯০ মিনিটের খেলা খেলা গোলশূন্য অমিমাংসিতভাবে শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। আর এতেই কাজের কাজ করে বসে মোহামেডান। ম্যাচের ৯৭ মিনিটে মোহামেডান ডেডলক ভাঙে। প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া ফ্রি-কিকে বুলেট গতির শটে মোজাফফরভ গোল করে মোহামেডানকে এগিয়ে নেন (১-০)। চট্টগ্রাম আবাহনী গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা বলের লাইনে ঝাঁপিয়েও দলকে গোল হজম থেকে রক্ষা করতে পারেননি। ১১৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়েন চট্টগ্রাম আবাহনীর ইসলাম সাকিব। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে মোহামেডান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে