প্রিমিয়ার লিগে ফিরলেন নুনো
২১ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৯ পিএম | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৯ পিএম
নটিংহ্যাম ফরেস্টের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নুনো এস্পিরিতো সান্তো। এক বিবৃতিতে প্রিমিয়ার লিগের ক্লাবটির পক্ষ থেকে নতুন কোচের নিয়োগের ঘোষণা দেয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘আগামী আড়াই বছরের জন্য নুনোর সাথে ফরেস্টের চুক্তি সম্পন্ন হয়েছে। শনিবার সিটি গ্রাউন্ডে বোর্নমাউথের বিপক্ষে নুনোর অধীনে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবেন ফরেস্ট।‘
৪৯ বছর বয়সী পর্তুগীজ এই কোচ স্টিভ কুপারের স্থলাভিষিক্ত হয়েছেন। প্রিমিয়ার লিগে ১৩টির মধ্যে মাত্র একটিতে জয় পাওয়ায় মঙ্গলবার কোচের পদ থেকে কুপারকে ছাঁটাই করা হয়। এই মুহূর্তে ফরেস্ট প্রিমিয়ার লিগ টেবিলে রেলিগেশন জোন থেকে মাত্র এক ধাপ ও পাঁচ পয়েন্ট উপরে রয়েছে।
নভেম্বরে সৌদি পেশাদার ক্লাব আল-ইত্তিহাদ ছাড়ার পর থেকে চাকুরিবিহীন ছিলেন নুনো। কিন্তু দুই বছরের অনুপস্থিতি শেষে তিনি আবারো ইংলিশ ফুটবলে ফিরলেন। দুই বছর আগে চার মাসের জন্য টটেনহ্যাম হটস্পারের কোচ হিসেবে প্রিমিয়ার লিগে ১০টি ম্যাচে কাজ করার সুযোগ পেয়েছিলেন।
এর আগে চার বছর উল্ফসের দায়িত্ব পালন করেছেন। তার অধীনে প্রথম মেয়াদেই উল্ফস চ্যাম্পিয়নশীপ থেকে প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছিল। গত দুই মৌসুম টানা দ্বিতীয়বার টেবিলের সপ্তম স্থানে থেকে লিগ শেষ করেছে উল্ফস। নুনোর অধীনে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালেও খেলেছে উল্ফস। যা ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ অর্জন।
গত ছয় ম্যাচে পঞ্চম পরাজয়ের পর সিটি গ্রাউন্ড থেকে কুপারের বিদায় নিশ্চিত হয়। ৪৪ বছর বয়সী এই ওয়েলসম্যানের অধীনে ফরেস্ট ২০২২ সালে প্রিমিয়ার লিগে উন্নীত হয়। এর মাধ্যমে ২৩ বছর অনুপস্থিতির পর আবারো সর্বোচ্চ লিগে ফিরে আসে ফরেস্ট। ১৯৭৯ ও ১৯৮০ সালে দুইবার সাবেক ম্যানেজার ব্রায়ান ক্লফের অধীনে ইউরোপের শিরোপা জিতেছিল ফরেস্ট। তারপর থেকেই ইংলিশ লিগে অনিয়মিত হয়ে পড়ে। গত মৌষুমে প্রিমিয়ার লিগে টিকে থাকার কারনে সমর্থকদের দারুন সমর্থন পেয়েছেন কুপার।
কিন্তু গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে প্রচুর অর্থ ব্যয় করেও ফরেস্টের ভাগ্য বদলাতে না পারায় চাপে পড়েন কুপার। ফরেস্টের গ্রীক মালিক এভানগেলোস মারিনাকিস শেষ পর্যন্ত সাবেক এই সোয়ানসি বসের ওপর ধৈর্য্য হারিয়ে ফেলেছেন।
মারিনাকিস বলেছেন, ‘নটিংহ্যাম ফরেস্টের প্রত্যেকে স্টিভকে তার অসাধারন অবদানের জন্য ধন্যবাদ জানাতে চায়। তার কারনে ফরেস্ট প্রিমিয়ার লিগে ফিরে এসেছে যা ক্লাবের ইতিহাসে নি:সন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্ত। ক্লাবের প্রতি প্রতিশ্রুতি ও ত্যাগের জন্য স্টিভের প্রতি আমরা কৃতজ্ঞ। একইসাথে নটিংহ্যামের সমর্থকদের সাথে ক্লাবের দারুন একটি যোগাযোগ তার কারনেই সম্ভব হয়েছে। স্টিভ সবসময়ই ক্লাবের বন্ধু হিসেবে থাকবে। সিটি গ্রাউন্ড তাকে সবসময় স্বাগত জানাবে। তার সুন্দর ভবিষ্যতের জন্য ফরেস্ট শুভকামনা জানাচ্ছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিএসএফ সাইন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে : লে. কর্নেল কিবরিয়া
যুদ্ধবিরতির প্রতীক্ষায় গাজার ফিলিস্তিনিরা, নিহত ৪৭ হাজার ছুঁই ছুঁই
এক সপ্তাহে মসজিদে নববীতে ৫৪ লাখ মুসল্লির নামাজ আদায়
ধর্ম নিয়ে তাচ্ছিল্যকারীদের বিরুদ্ধে জিহাদের ডাক দিলেন আজহারী
‘মা’ দেশ স্বাধীন করেছি- মৃত্যু শয্যায় শহীদ সাব্বির
নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭০
লাল সন্ত্রাসের ঘোষণা : মেঘমল্লার বসুর শাস্তির দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ
চুয়াডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম
বিএনপিতে কোন সন্ত্রাসীর ঠাঁই হবে না কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
মধ্যরাতে জাবির ছাত্রী হলের রুম থেকে লালন ভক্ত যুবক আটক
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা