ঢাকা   শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
বাফুফে নির্বাচনে চমকের পর চমক

সভাপতি নয়, সিনিয়র সহ সভাপতি পদে তরফদার!

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১৩ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনকে সামনে রেখে চমকের পর চমক দেখাচ্ছেন প্রার্থীরা। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই নির্বাচন এক তরফা হবে না। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন গতকাল এমন আভাসই মিলেছে। শুরুতে সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিলেও বিশিষ্ট ব্যবসায়ী তরফদার মো. রুহুল আমিন সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কাল সকাল থেকেই মতিঝিলের বাফুফে ভবনে ছিল গণমাধ্যম কর্মিদের উপচে পড়া ভিড়। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে সাবেক ফুটবলার, সংগঠকদের বাফুফে ভবনে আসা-যাওয়া ছিল চোখে পড়ার মতো। সবার আগ্রহ সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দেয়া তরফদার রুহুল আমিন কোন পদে মনোনয়ন সংগ্রহ করেন তা দেখার। বিকাল সাড়ে ৩টার দিকে তরফদার মো. রুহুল আমিনের ব্যবসায়ী প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের কর্মকর্তা নাজমুল করিম বাফুফে ভবনে এসে তরফদারের পক্ষে সিনিয়র সহ-সভাপতি পদে মনোনয়ন ক্রয় করেন। এরপর সাংবাদিকদের তিনি বলেন,‘আমি স্যারের জন্য সিনিয়র সহ-সভাপতি পদে একটিই মনোনয়নপত্র সংগ্রহ করেছি।’ তবে গুঞ্জন ছিল, তরফদার সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি দুই পদের জন্য মনোনয়ন ফরম কিনবেন। ২০২০ সালে বাফুফে নির্বাচনে তিনি সভাপতি পদে ভোট করার ঘোষণা দিয়ে পরে অংশগ্রহণই করেননি। এবার কাজী মো. সালাউদ্দিন নির্বাচন না করার ঘোষণা দেয়ার পর দিনই সভাপতি পদে নির্বাচনের কথা জানিয়ে শেষ পর্যন্ত সিনিয়র সহ-সভাপতি পদে মনোনয়ন কিনলেন তরফদার। সিনিয়র সহ-সভাপতি পদে প্রার্থীর সংখ্যা এখন তিনজন। তরফদার রুহুল আমিনের আগে এই পদে মনোনয়নপত্র নিয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান এবং কাল নিলেন মনির হোসেন নামের তৃণমূলের এক সংগঠক।
মনোনয়নপত্র সংগ্রহের দ্বিতীয় দিন বৃহস্পতিবার তাবিথ আউয়ালের সঙ্গে সভাপতি পদে মনোনয়নপত্র কিনেছেন দিনাজপুরের অচেনা এক ফুটবল তৃর্ণমূল সংগঠক এ এফ এম মিজানুর রহমান চৌধুরী। কাল শেষ দিনে এই পদের আরও দুই চমক ছিলেন ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিলর আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান এবং এফসি ব্রাহ্মণবাড়িয়ার কাউন্সিলর, তৃণমূলের সংগঠক মো. শাহাদাত হোসেন যুবায়ের। রেদওয়ান সভাপতি পদের পাশাপাশি সহ-সভাপতি পদেও ফরম কিনেছেন। যুবায়ের সভাপতি পদের সঙ্গে সদস্য পদেও মনোনয়নপত্র তুলেন। ফলে এবারের বাফুফে নির্বাচনে সভাপতি পদে চারজন ফরম কিনলেন। তরফদার রুহুল আমিনকে সভাপতি পদে নির্বাচন করানোর অন্যতম সমর্থক ছিলেন ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। তরফদার সভাপতি পদে ফরম না কিনলেও রেদোয়ান ঠিকই তা কিনেছেন। সভাপতি ও সহ-সভাপতি- দুই পদে মনোনয়নপত্র সংগ্রহ করে রেদোয়ান গণমাধ্যমকে বলেন,‘তরফদার ভাই সভাপতি পদে কেন নির্বাচন করলেন না এটা উনি বলতে পারবেন। আমি সভাপতি ও সহ-সভাপতি দুই পদে মনোনয়ন সংগ্রহ করেছি। আমরা সুযোগ পেলে ফুটবল উন্নয়নের চেষ্টা করব।’ দুই পদে মনোনয়ন নেয়ার অর্থ সমঝোতার পথ খানিকটা খোলা। সেই দিকে ইঙ্গিত করে রেদওয়ান বলেন,‘এখনো সময় আছে, আলোচনা হতে পারে। ফুটবলের স্বার্থে একক প্যানেল হলে সভাপতি পদ ছাড়তে রাজি আছি আমি।’
সভাপতি ও সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহকারী তৃণমূলের সংগঠক মো. শাহাদাত হোসেন যুবায়ের দুই পদে মনোনয়ন জমা দিলেও শেষ পর্যন্ত এক পদ থেকে তার ফরম প্রত্যাহার করতেই হবে। যুবায়ের বলেন,‘সভাপতি পদে যাতে এক তরফা নির্বাচন না হয়, সে লক্ষ্যেই আমি এই পদের মনোনয়নপত্র সংগ্রহ করেছি। সময় বলে দেবে শেষ পর্যন্ত আমি কোন পদে নির্বাচন করবো। দেশের ফুটবল উন্নয়নে ভূমিকা রাখতেই তৃর্ণমূল পর্যায়ে নিজেকে জড়িয়ে রেখেছি। তৃর্ণমূল ফুটবলে দীর্ঘদিন ধরেই কাজ করছি, এবার বাফুফের নির্বাহী কমিটিতে থেকে কাজের পরিধি বাড়াতে চাই।’ সভাপতি পদের চার প্রার্থীর মধ্যে তাবিথ আউয়াল ও মিজানুর রহমান একটি করে মনোনয়নপত্র কিনলেও রেদোয়ান ও যুবায়ের দুই পদের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন। চার জনের মধ্যে আপাত দৃষ্টিতে তাবিথ আউয়াল সামর্থ্যে এগিয়ে বিষয়টি স্বীকার করে রেদোয়ান বলেন,‘তাবিথ আউয়াল অবশ্যই বেশি সামর্থ্যবান আমাদের চেয়ে। তবে আমাদের মাঠের অভিজ্ঞতা আছে।’ রেদোয়ান মূলত ক্রিকেট সংগঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ছিলেন তিনি। নারী উইংয়ের প্রধানের দায়িত্ব পালন করেছেন এক সময়। তবে কয়েক বছর ক্রিকেট থেকে দূরে থাকায় বাফুফের গত নির্বাচনে সহ-সভাপতি পদে ভোট করে হেরেছিলেন। এবার সভাপতি পদে নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি বলেন,‘সকল প্রার্থীই জয়ের আশাবাদ চিন্তা করেই নির্বাচনে দাড়ায়।’ বাফুফে নির্বাচনে ভোটার তালিকা নিয়ে আপত্তি ছিল রেদোয়ান ও কয়েকজন সংগঠকের। নিজে প্রার্থী হলেও সেই লড়াই চালিয়ে যাবেন বলে জানান তিনি, ‘আমাদের সেই লড়াই অব্যাহত থাকবে। ডিএফএগুলোকে সালাউদ্দিন সাহেবরা অকার্যকর করে রেখেছেন। আমরা আসতে পারলে এটি সচল করব।’
বাফুফের ২৬ অক্টোবরের নির্বাচনে সভাপতি চার ও সিনিয়র সহ-সভাপতি পদে তিনজন মনোনয়নপত্র তুললেও সহ-সভাপতি পদে ১২ জন মনোনয়ন সংগ্রহ করেন। এরা হলেন- নাসের শাহরিয়ার জাহেদি, ফাহাদ করিম, ইকবাল হোসেন (সদস্য পদেও কিনেছেন তিনি), সাব্বির আহমেদ আরেফ, ওয়াহিদ উদ্দিন চৌধুরী, রাশিদ সামিউল ইসলাম, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির, আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান, শফিকুল ইসলাম মানিক, সত্যজিৎ দাস রুপু, মিসবাহ আহমেদ সামাদ চৌধুরী ও ছাইদ হাছান কানন। এছাড়া সদস্য পদে মোট ৪৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

লাঞ্চের আগেই ৪ উইকেট নেই ভারতের
মাইলফলকের টেস্ট স্মরণীয় করে রাখতে চান মিরাজ
পার্থে শুরুতেই চাপে ভারত
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আরও

আরও পড়ুন

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, রেলপথ অবরোধ

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, রেলপথ অবরোধ

রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহারে বিশ্বকে প্রতিক্রিয়া জানাতে হবে : জেলেনস্কি

রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহারে বিশ্বকে প্রতিক্রিয়া জানাতে হবে : জেলেনস্কি

সার্বিয়ার রেলওয়ে স্টেশন দুর্ঘটনা,দুর্নীতির অভিযোগে প্রতিবাদ

সার্বিয়ার রেলওয়ে স্টেশন দুর্ঘটনা,দুর্নীতির অভিযোগে প্রতিবাদ

রিকশা লীগ হয়ে ফিরে আসতে চায় স্বৈরাচার হাসিনা

রিকশা লীগ হয়ে ফিরে আসতে চায় স্বৈরাচার হাসিনা

"অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহ বিচ্ছেদের বিষয়ে মিডিয়ার গুজব নিয়ে অমিতাভ বচ্চন প্রতিক্রিয়া"

"অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহ বিচ্ছেদের বিষয়ে মিডিয়ার গুজব নিয়ে অমিতাভ বচ্চন প্রতিক্রিয়া"

জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মামলার পেছনের কারিগর শফিক-রুহুল গ্রেফতার

জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মামলার পেছনের কারিগর শফিক-রুহুল গ্রেফতার

আন্দোলনের মোড় ঘুরিয়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : শফিকুল আলম

আন্দোলনের মোড় ঘুরিয়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : শফিকুল আলম

শেরপুরে অগ্নিকাণ্ডের কোটি টাকার ক্ষতি : অল্পের জন্যে প্রাণে বাচঁলো ৪০ ছাত্র শিক্ষক

শেরপুরে অগ্নিকাণ্ডের কোটি টাকার ক্ষতি : অল্পের জন্যে প্রাণে বাচঁলো ৪০ ছাত্র শিক্ষক

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ও বিশ্বব্যাপী বাস্তুচ্যুতি, এক ভয়াবহ বাস্তবতা

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ও বিশ্বব্যাপী বাস্তুচ্যুতি, এক ভয়াবহ বাস্তবতা

রাশিয়া উ.কোরিয়াকে এক মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করেছে

রাশিয়া উ.কোরিয়াকে এক মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করেছে

শরীয়তপুরের জাজিরায় ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার

শরীয়তপুরের জাজিরায় ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার

ইমরান খানের সরকার পতনে সউদীর হাত ছিল : দাবি স্ত্রী বুশরার

ইমরান খানের সরকার পতনে সউদীর হাত ছিল : দাবি স্ত্রী বুশরার

'ভারতের গোয়ায় জয়া আহসানের বিশেষ প্রদর্শনী'

'ভারতের গোয়ায় জয়া আহসানের বিশেষ প্রদর্শনী'

ওমানে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, ২২ জন আহত

ওমানে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, ২২ জন আহত

লেবানন থেকে ফিরলেন আরো ৮২ বাংলাদেশি

লেবানন থেকে ফিরলেন আরো ৮২ বাংলাদেশি

"পিটিআই" প্রধান ইমরান খানকে নতুন মামলায় ৫ দিনের রিমান্ড

"পিটিআই" প্রধান ইমরান খানকে নতুন মামলায় ৫ দিনের রিমান্ড

রবিবার নতুন নির্বাচন কমিশনের শপথ

রবিবার নতুন নির্বাচন কমিশনের শপথ

প্রশংসায় ভাসছে পাকিস্তান

প্রশংসায় ভাসছে পাকিস্তান

কেশবপুরে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

কেশবপুরে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

২৪ নভেম্বরের ‘পিটিআই’র বিক্ষোভ নিয়ে বুশরা বিবির বার্তা ও সরকারের প্রতিক্রিয়া

২৪ নভেম্বরের ‘পিটিআই’র বিক্ষোভ নিয়ে বুশরা বিবির বার্তা ও সরকারের প্রতিক্রিয়া