ব্রাজিল অপেক্ষা বাড়ল নেইমারের
০৩ নভেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৪, ১২:০৬ এএম
ব্রাজিল দলে ফেরার অপেক্ষা আরো বেড়ে গেলো নেইমার জুনিয়রের। ইনজুরি কাটিয়ে ক্লাব ফুটবলে ফিরলেও এ বছর দলের হয়ে মাঠে নামা হচ্ছেনা ব্রাজিলিয়ান সুপার ষ্টারের। বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী দুই ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল স্কোয়াডে জায়গা হয়নি ৩২ বছর বয়সী এই তারকার। ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র জানিয়েছেন, এই দুই ম্যাচে দলে ফিরতে খুবই আগ্রহী ছিলেন নেইমার। তবে সদ্য ইনজুরি থেকে ফেরা তারকাকে নিয়ে তাড়াহুড়ো করতে চান না টিম ম্যানেজমেন্ট।
এক বছরেরও বেশি সময় পর সম্প্রতি সউদি ক্লাব আল হিলালের হয়ে মাঠে নেমেছেন নেইমার। তবে জাতীয় দলের হয়ে ফেরার অপেক্ষা তার শেষ হচ্ছে না এখনই। ব্রাজিলের জার্সিতে নেইমার সবশেষ খেলেছেন গত বছরের ১৭ অক্টোবর। সেই ম্যাচেই গুরুতর আঘাত পেয়ে ছিটকে পড়েন তিনি। দীর্ঘদিন পর গত ২১ অক্টোবর আল হিলালের হয়ে মাঠে ফেরেন নেইমার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের বিপক্ষে ৫-৩ গোলে জয়ের ম্যাচের ৭৭ মিনিটে তাকে মাঠে নামানো হয়। তবে শুক্রবার সৌদি প্রো লিগে পরের ম্যাচে আল নাসরের বিপক্ষে তাকে দেখা যায়নি। ব্রাজিলের সফলতম গোলস্কোরার নেইমার এখন চোটমুক্ত বলেই জানালেন কোচ দরিভাল। তবে তাকে এখনই না ফেরানোর কারণ ব্যাখ্যা করলেন ব্রাজিল কোচ। তিনি বলেন,‘আমরা তাকে (নেইমার) এখনই ফিরিয়ে আনতে চাইনি। তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাই না। কার্যত সে পুরোপুরি ফিট। তবে মাত্র কয়েক মিনিট খেলেছে (ক্লাবের হয়ে), এটা এই সিদ্ধান্তের পক্ষে (তাকে না রাখা) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’ দরিভাল যোগ করেন,‘তার ইচ্ছে ছিল এখানে থাকার। তবে পরিস্থিতি সে বুঝতে পেরেছে। যে অবস্থায় সে আছে, খুব বেশি মিনিট খেলতে পারেনি এখনও। ক্লাবের প্রক্রিয়াকে সম্মান জানাতে হবে আমাদের। তার মতো একজনকে এখানে পেলে তা দারুণ স্বস্তির ব্যাপার হতো এবং আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, তবে এখনও সে পুরোপুরি প্রস্তুত নয়।’ সব ঠিক থাকলে আগামী মার্চে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরতে পারেন নেইমার এমন আভাস দিয়েছেন দরিভাল জুনিয়র। তবে নেইমার দলে না ফিরলেও ইনজুরি কাটিয়ে ফিরেছেন আরেক তারকা ভিনিসিয়াস জুনিয়র। ঘাড়ের সমস্যার কারণে গত মাসের বিশ্বকাপ বাছাইয়ে খেলতে পারেননি ভিনিসিয়াস। আগামী ১৪ নভেম্বর লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল। পাঁচ দিন পর উরুগুয়ের মুখোমুখি হবে সেলেসাওরা। এই দুই ম্যাচে দলে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে এন্দ্রিকের বাদ পড়া। রিয়াল মাদ্রিদের সবশেষ চার ম্যাচে মাঠে নামতে না পারা এন্দ্রিক ছিটকে পড়েছেন জাতীয় দল থেকেও। তবে দলে ফিরেছেন আরেক বিস্ময় বালক ‘ছোট মেসি’ নামে পরিচিত পেয়ে যাওয়া ১৭ বছর বয়সী এস্তেভো উইলিয়ান। আগামী মৌসুমে চেলসিতে যোগ দিতে যাওয়া এই উইঙ্গার জাতীয় দলের হয়ে ইতোমধ্যেই দুটি ম্যাচ খেলেছেন। এছাড়া বার্সেলোনার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা রাফিনহা যথারীতি আছেন স্কোয়াডে। গত বুধবার ম্যানচেস্টার সিটির হয়ে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষের ম্যাচে আঘাত পেয়ে মাঠ ছেড়ে যাওয়া সাভিনহোকে জাতীয় দলে রেখেছেন দরিভাল। বিশ্বকাপ বাছাইয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চারে আছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে তিনে উরুগুয়ে। ১৯ পয়েন্ট নিয়ে দুয়ে কলম্বিয়া। শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ২২।
ব্রাজিল স্কোয়াড
বেন্তো, এডারসন, ওয়েভারটন, দানিলো, ভ্যান্ডারসন, গুইলার্মো আরানা, অ্যাবনার, এডার মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, মার্কিনিওস, মুরিলো, আন্দ্রে, আন্দ্রেস পেরেইরা, ব্রুনো গুইমারেস, গারসন, লুকাস পাকুইতা, রাফিনহা, এস্তেভো উইলিয়ান, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, লুইস হেনরিক, সাভিনহো ও ইগর জেসুস।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ট্রাম্পের সহায়তায় পুরো পশ্চিম তীর দখলের প্রত্যাশা ইসরায়েলের
মানিকগঞ্জে তেলের অবৈধ পাম্পে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
পঞ্চগড়ে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ মা-ছেলে আটক
"অন্তবর্তী সরকারের কাছে বেশ কিছু দাবি এবং প্রশ্নের ব্যাখ্যা জানতে চেয়ে আসিফ আকবরের ফেসবুক পোস্ট"
অবশেষে বরিশালের ঐতিহ্যবাহী ‘হীমনীড়’এর ‘পদ্মপুকুর’ থেকে শ্বেতপদ্ম বিনাশের ঘটনায় তদন্ত কমিটি কাজ শুরু করল
কাজে এলো না ‘বাংলাদেশি’ ইস্যু, ঝাড়খণ্ডে বিজেপির ভরাডুবি
কপ২৯-সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর জন্য ৩০০ বিলিয়ন ডলারের চুক্তি
সভাপতি মাসুদ পারভেজ সম্পাদক মানিক খান
ছক্কা হাঁকিয়ে জয়সোয়ালের সেঞ্চুরি
পশ্চিমবঙ্গে উপনির্বাচন : ৬ আসনেই মমতার হাসি, বিজেপির ভরাডুবি
'গণহত্যা-মুক্ত' নতুন পানীয় গাজা-কোলা যুক্তরাজ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে
বঙ্গবাজারে আগুনের ঘটনায় সাবেক মেয়র তাপসসহ ৩০ জনের নামে মামলা
সরাইলে বিএনপি-যুবদলের সংঘর্ষে আহত ১০
পিকনিক বাসে তিন শিক্ষার্থীর মৃত্যু : ময়মনসিংহ পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে আজ
বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস
কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস
আজ ঢাকায় বাংলাদেশ-বেলজিয়াম রাজনৈতিক সংলাপ
চকরিয়ায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কুরস্কে ৪০ শতাংশ এলাকার দখল হারিয়েছে ইউক্রেন