মেসির দুঃখ, ওয়েজলির স্বপ্নপূরণ
১৯ মার্চ ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৯ মার্চ ২০২৫, ১২:০৩ এএম

২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে লাতিন অঞ্চলে সবার ওপরে আর্জেন্টিনা। আগামী শনিবার উরুগুয়ের বিপক্ষে বাছাই পর্বের পরের ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। মন্টেভিডিওতে এই ম্যাচে মাঠে নামার আগে ভক্তদের দুঃসংবাদ দিলো আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। চোটের কারনে উরুগুয়ের বিপক্ষে খেলছেননা লিওনেল মেসি। এমনকি ২৬ মার্চ ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিলের বিপক্ষের ম্যাচেও দেখা যাবেনা আর্জেন্টাইন তারকাকে। মাঝে চোটের কারণে তিন ম্যাচ পর ইন্টার মিয়ামির হয়ে মাঠে নেমে আবারো অস্বস্তি অনুভব করেছেন লিওনেল মেসি। ফলে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য আর্জেন্টিনা দলে থাকছেন না অধিনায়ক। তবে জাতীয় দলে থাকতে না পারায় সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে পুরো সময়ই মাঠে ছিলেন মেসি। পেয়েছিলেন একটি গোলও। চেনা ছন্দেই দেখা গিয়েছিল তাকে। কিন্তু ম্যাচের পর ইন্টার মিয়ামির এক বিবৃতিতে জানানো হয়, মেসির অ্যাডাক্টর মাংসপেশিতে হালকা মাত্রার চোট ধরা পড়েছে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও নিশ্চিত করেছে যে,অ্যাডাক্টর মাংসপেশিতে অস্বস্তি থাকায় মেসি ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের পরের দুই ম্যাচে অংশ নেবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দলের হয়ে ১৯১তম ম্যাচ খেলার সুযোগ হারানোর হতাশা প্রকাশ করে ৩৭ বছর বয়সী এই ফুটবল তারকা লিখেছেন, ‘উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে জাতীয় দলের হয়ে খেলতে না পারায় আমি খুবই দুঃখিত। আমি সত্যিই মাঠে নামতে চেয়েছিলাম কিন্তু ছোটখাটো একটি চোটের কারণে আমাকে কিছুদিন বিশ্রাম নিতে হবে, তাই দলে থাকতে পারছি না। আমি এখান থেকে দলের জন্য সমর্থন জানাবো যেমন একজন সাধারণ ভক্ত করে।’ মেসিকে দলে না পাওয়া লিওনেল স্কালোনির জন্য একটি বড় ধাক্কা কারণ লাতিন অঞ্চলের বাছাইপর্বে গুরুত্বপূর্ণ পয়েন্ট দখলের লড়াই চলছে। বর্তমানে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় পাঁচ পয়েন্টের ব্যবধানে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।
এদিকে, স্বপ্ন সত্যি করে ব্রাজিল দলে জায়গা করে নিয়েছেন ওয়েজলি ফ্রাংকা। ২১ বছর বয়সী ওয়েজলি ব্রাজিলের বাইরে খুব পরিচিত কেউ নন। তবে ২০২৪ সালে দেশের সেরা রাইট-ব্যাক নির্বাচিত হওয়ার পর ফ্লামেঙ্গোর এই তরুণকে নিয়ে আগ্রহ বাড়ছে। ফুটবল ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তায় থাকা ওয়েজলি জায়গা করে নিয়েছেন ব্রাজিল দলে। উন্মুখ হয়ে আছেন কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে খেলার সুযোগের জন্য। ব্রাজিল ফুটবল কনফেডারেশন টিভির সঙ্গে আলাপচারিতায় ওয়েজলি ফিরে গেলেন দরিভাল জুনিয়রের দলে প্রথম ডাক পাওয়ার সময়টায়, ‘স্বীকার করছি, আমি খুবই উদ্বিগ্ন ছিলাম। ঘুম থেকে ওঠার পর এবং যখন তৈরি হচ্ছিলাম, মাথার ভেতরে যেন একটা সিনেমা চলছিল আর আমি নিজেকে বারবার বলছিলাম- এটা কি সত্যি? এটা একটা স্বপ্ন যেটা আমি উপলব্ধি করতে পারছি এবং আমি খুব করে এই হলুদ জার্সি পরতে চাই, যেটা সব খেলোয়াড়েরই স্বপ্ন। মনে আছে সেই সময়ের কথা, একটাই স্বপ্ন নিয়ে আমি এলাকা ছেড়েছিলাম। দেশের জার্সি পরাই একজন খেলোয়াড়ের চূড়ান্ত লক্ষ্য। এই সবকিছু নিয়ে ভাবছিলাম এবং নিজেকে বলেছিলাম, আমি এতদূর এসেছি, এখন সবচেয়ে কঠিন কাজ হচ্ছে অবস্থান ধরে রাখা।’
অনুশীলনের আগে রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগোর পাশে বসেছিলেন ওয়েজলি। সঙ্গে ছিলেন ফ্লামেঙ্গো সতীর্থ জেহসন, মাত্র ৬ বছরের বড় হলেও যাকে তিনি দেখেন বাবার মতো। ছিলেন অভিষেকের অপেক্ষায় থাকা আরেক ডিফেন্ডার লিও ওরচিজ। ওয়েজলি এমন কিছুই ভেবেছিলেন নিজের জন্য, ‘আমি জীবনের দারুণ এক সময় কাটাচ্ছি। বলব না, এটা আমি কল্পনা করিনি। এর জন্যই খেটেছি, তাই কল্পনা করেছি। ফ্লামেঙ্গো সমর্থকদের পাশাপাশি এমনকি অন্য দলের সমর্থকরাও আমার জাতীয় দলে ডাক পাওয়ার দাবি তুলছিল। আমি ভাষা হারিয়ে ফেলছিলাম, এসব দেখে আমি ভাবছিলাম, সত্যিই কি এমনটা ঘটবে? এটা আমার মাথা ঢুকে গিয়েছিল। আমি সেভাবেই পরিশ্রম করছিলাম যেন ডাক আসে, শেষ পর্যন্ত সেই ডাক এসেছে।’
দলে জায়গা হলেও শুরুর একাদশে সুযোগ পাওয়া সহজ হবে না তার জন্য। আট ডিফেন্ডারের কঠিন লড়াইয়ে জিতে নিজের জায়গা করে নিতে হবে ওয়েজলিকে। বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোরে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। পাঁচ দিন পর আর্জেন্টিনার মাঠে পরের ম্যাচ খেলবে সেলেসাওরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

জকিগঞ্জ রোডে যাত্রীবাহী বাস উল্টে খাদে

ছাগলনাইয়ায় চরমোনাই পীর সাহেব এর ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত

কামরাঙ্গীরচরে 'জনতার বাজার' উদ্বোধন, মিলবে ন্যায্যমূল্যে পণ্য

ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে শতাধিক ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

শেরপুরে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ কৃষকের আবাদী জমি পরিদর্শন করেন বিভাগীয় বন কর্মকর্তা

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুব সেমিনার অনুষ্ঠিত

সামান্য ঘটনায় জবি রেজিস্ট্রারের পদত্যাগের দাবি, রাজনৈতিক ট্যাগের অন্তরালে কারা

মৌলভীবাজারে মাদ্রাসায় হামলার ঘটনায় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

বিএনপি সকল ক্ষেত্রে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চায় -সফিকুর রহমান

ভোলাগঞ্জে রেলওয়ে বাঙ্কারে পাথর লোপাটের এবার হরিলুট চলছে সাদা পাথরে

কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ধামরাইয়ে পোষাক কারখানায় পুলিশ শ্রমিক সংঘর্ষ পুলিশসহ আহত ১০

মির্জাপুরে গরু ব্যবসায়ীর ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় টাকা হাইস ও মোটরসাইকেলসহ ২ ডাকাত গ্রেপ্তার

বরিশাল মহানগর পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত

বাংলাদেশ পুনর্গঠনে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের

জিম্মি করে ৪০ লাখ টাকা কাবিনে প্রবাসীর স্ত্রীর সাথে ব্যাবসায়ীর বিয়ে

এই সময়ে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে : এম আবদুল্লাহ

শিশুদের সুরক্ষায় সচেতনতা সৃষ্টির আহবান : কুমিল্লায় বক্তারা

আন লাকি সেভেন' যেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় !

মা বাবা মারা যাওয়ার আগে তাদের সম্পত্তির মালিক হওয়া প্রসঙ্গে।

আনোয়ারায় পারকি সমুদ্র সৈকতে সীমানাপ্রাচীর নির্মান: কাজ শেষ না করেই বিল তুলে নিল ঠিকাদার!