টানা চারে পিএসজির ১৩
০৭ এপ্রিল ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ১২:০৩ এএম

রেকর্ড গড়ে ফরাসি লিগ ওয়ান এর শিরোপা জিতলো প্যারিস সেন্ট জার্মেই-পিএসজি। ঘরের মাঠে ছয় ম্যাচ হাতে রেখেই টানা চতুর্থ শিরোপা নিশ্চিত করলো লুইস এনরিকের দল। সেইসাথে অনন্য এক রেকর্ডও গড়লো পিএসজি। লিগ ওয়ানের ইতিহাসে পিএসজিই একমাত্র দল যারা অপরাজিত থেকেই শিরোপা নিশ্চিত করেছে। নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসে শনিবার নিচু সারির দল অ্যাঞ্জার্সের বিপক্ষে ১-০ গোলের জয়েই শিরোপা নিশ্চিত করে ফেললো পিএসজি। ঘরের মাঠে খেলার শুরু থেকেই অ্যাঞ্জার্সকে চেপে ধরে ফরাসি জায়ান্টরা। যদিও প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি তারা। প্রায় ৮৫ শতাংশ সময় বল দখলে রেখে প্রথমার্ধে গোলের জন্য ১১টি শট নেয় এনরিকের দল। কেবল একটি রাখতে পারে লক্ষ্যে। ৩৪ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ভিতিনহার শট ঠেকিয়ে দেন অ্যাঞ্জার্স গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা। বিরতির পরপরই এগিয়ে যায় পিএসজি। ৫৫ মিনিটে খাভিচা কাভারাৎস্খেলিয়ার কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড দিজিরে দুয়ে। পয়েন্ট টেবিলে দলকে নিয়ে গেছেন সবার ধরা ছোঁয়ার বাইরে। এগিয়ে যাওয়ার পর সফরকারীদের আরও চেপে ধরে পিএসজি। ছন্দে থাকা উসমান দেম্বেল মাঠে নামার পর আক্রমণের ধার আরও বাড়ে। কিন্তু ব্যবধান আর বাড়াতে পারেনি স্বাগতিকরা। ফ্রান্সের শীর্ষ লিগে টানা চতুর্থ ও সব মিলিয়ে ত্রয়োদশ শিরোপা জিতল পিএসজি। দশটির বেশি শিরোপা নেই আর কারও। এক যুগের বেশি সময় ধরে লিগ ওয়ানে দাপট দেখাচ্ছে প্যারিসের দলটি। সবশেষ ১৩ আসরের ১১টিতেই শিরোপা জিতেছে তারা। ১৮ দলের টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা ধরে রাখল পিএসজি। ২৮ ম্যাচে ২৩ জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৪। এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে মোনাকো। চলতি মৌসুমে আরও দুটি শিরোপা জয়ের হাতছানি পিএসজির সামনে। ফরাসি কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। এছাড়া অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের আরেকটি চেষ্টায় কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে দলটি। সেমি ফাইনালে যাওয়ার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। আগামী বুধবার প্যারিসে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামবে দু’দল ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ফিলিস্তিনবাসীদের শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল

বর্ণাঢ্য ‘ড্রোন শো’ দেখে মুগ্ধ লাখো মানুষ

নতুন বছরে সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক : মঞ্জু

বুধবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

পুরোনো পদে ফিরলেন গাঙ্গুলি

আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল

রূপায়ণ সিটিতে শতকন্ঠে বর্ষবরণ

বর্ষবরণকে স্বাগত জানিয়ে গাজীপুরে জেলা বিএনপির শোভাযাত্রা

আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি: ফারুকী

ভারতীয়দের হজ কোটা ৮০ শতাংশ কমাল সৌদি

চীনা দূতাবাসের সৌজন্যে ঢাকার আকাশে ব্যতিক্রমী ড্রোন শো

নাসিরনগর প্রশাসনের বর্ষবরণে উপস্থাপক ছাত্রলীগ কর্মী, সাংবাদিককে এসিল্যান্ড বললেন কিছু হবে না!

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ মারা গেছেন

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি, ভালোবাসা আর আনন্দের প্রতীক : সমাজকল্যাণ উপদেষ্টা

নববর্ষে আইন শৃঙ্খলা সুরক্ষায় প্রশংসনীয় ভূমিকায় র্যাব - ৯

ছাত্রদলের সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করায় কুপিয়ে আহত করলো সভাপতি-সম্পাদক

সর্বাধুনিক যুদ্ধজাহাজ তৈরি করছে উত্তর কোরিয়া

লৌহজংয়ে বিএনপির পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

নতুন বছরের প্রথমার্ধে এর মাধ্যমে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে - প্রিন্স

আন্দোলনে গুলি চালানোর নির্দেশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার