মেসির গোলেও জয়হীন মায়ামি
০৭ এপ্রিল ২০২৫, ০৮:২২ এএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ০৯:০২ এএম

একের পর এক সুযোগ নষ্টের ম্যাচে দুর্দান্ত ভলিতে গোল করলেন লিওনেল মেসি। তবু জয় পেল না তার দল ইন্টার মায়ামি। পয়েন্ট তালিকাতেও হারাল শীর্ষস্থান।
বাংলাদেশ সময় সোমবার সকালে মেজর লিগ সকারে ঘরের মাঠে টরেন্টোর সঙ্গে ১-১ ড্র করেছে মায়ামি।
এ নিয়ে টানা দুই ম্যাচ জয়হীন থাকল হাভিয়ের মাসচেরানোর দল। আগের ম্যাচে তারা কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির কাছে হেরেছিল ১-০ গোলে।
৬ ম্যাচে মায়ামির এটি দ্বিতীয় ড্র, সঙ্গে চার জয়ে ১৪ পয়েন্ট নিয়ে ইস্টার্স কনফারেন্সের পয়েন্ট তালিকার দুইয়ে তারা। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে কলম্বাস।
এদিন দুই দলই পেয়েছে গোল করার আরও অনেক সুযোগ। ম্যাচে ৬৭ শতাংশ বলের দখল নিয়ে ২৩টি শট নেয়ে মায়ামি, যার ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে ১২টি শটের ৩টি লক্ষ্যে রাখতে পারে টরেন্টো। তাদের দুটি শট পোস্টে বাধা পায়।
চতুর্থ মিনিটে মেসির কর্নার থেকে নেওয়া বুলেট গতির ভলি ঝাপিয়ে ঠেকান টরেন্টো গোলরক্ষক। ১৯তম মিনিটে ফেদেরিকো বের্নার্দেস্কির শট পোস্টে বাধা পায়। চার মিনিটের মাথায় আবারও পোস্টের বাধায় এগিয়ে যাওয়া হয়নি টরেন্টোর।
২৯তম মিনিটে গোল করেও উদযাপন করতে পারেনি মায়ামি। আক্রমণের শুরুতে লুইস সুয়ারেস অফসাইড থাকায় গোল বাতিল হয়। দশ মিনিট পরও জালে বল পাঠিয়ে মেসির করা উদযাপন থামিয়ে দেন রেফারি। এবার আক্রমণের একটা পর্যায়ে বল দখলে নিতে মেসিই ফাউল করেছিলেন প্রতিপক্ষের একজনকে।
প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় টরেন্টো। জটলার মধ্যে দারুণ দক্ষতায় বলের নিয়ন্ত্রণ রেখে জালে বল পাঠান বের্নার্দেস্কি। বিরতির আগেই সেই গোল শোধ দেন মেসি দুর্দান্ত সেই ভলিতে। গোলরক্ষকের চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।
আসরে চার ম্যাচে মেসির এটি তৃতীয় গোল, সঙ্গে আছে দুটি অ্যাসিস্ট।
৪৮তম মিনিটে গোলমুখ থেকে লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন বের্নার্দেস্কি। ৫৩তম মিনিটে মেসির বাড়ানো ক্রসে টোকায় গোল করার সুযোগ অবিশ্বাস্যভাবে হাতছাড়া করেন সুয়ারেস। ৭৭তম মিনিটে মেসির শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক।
সেই সময়েই টরেন্টো রক্ষণের ভুলে ফাঁকায় বল পেয়ে যান অ্যালেন ওবান্দো। কিন্তু দুইবার তালগোল পাকিয়ে শটই নিতে পারেনি তিনি, বলও দিতে পারেননি পাশেই থাকা অরক্ষিত মেসিকে। শেষ মুহূর্তে মেসির ক্রসে একেবারে গোলমুখ থেকে উড়িয়ে মারেন ফাফা।
নিজেদের পরের ম্যাচের বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার সকালে কনকাকাফ চ্যাম্পিপয়ন্স কাপে শেষ আটের ফিরতি লেগে লস অ্যাঞ্জেলসের মুখোমুখি হবে মায়ামি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ফিলিস্তিনবাসীদের শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল

বর্ণাঢ্য ‘ড্রোন শো’ দেখে মুগ্ধ লাখো মানুষ

নতুন বছরে সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক : মঞ্জু

বুধবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

পুরোনো পদে ফিরলেন গাঙ্গুলি

আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল

রূপায়ণ সিটিতে শতকন্ঠে বর্ষবরণ

বর্ষবরণকে স্বাগত জানিয়ে গাজীপুরে জেলা বিএনপির শোভাযাত্রা

আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি: ফারুকী

ভারতীয়দের হজ কোটা ৮০ শতাংশ কমাল সৌদি

চীনা দূতাবাসের সৌজন্যে ঢাকার আকাশে ব্যতিক্রমী ড্রোন শো

নাসিরনগর প্রশাসনের বর্ষবরণে উপস্থাপক ছাত্রলীগ কর্মী, সাংবাদিককে এসিল্যান্ড বললেন কিছু হবে না!

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ মারা গেছেন

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি, ভালোবাসা আর আনন্দের প্রতীক : সমাজকল্যাণ উপদেষ্টা

নববর্ষে আইন শৃঙ্খলা সুরক্ষায় প্রশংসনীয় ভূমিকায় র্যাব - ৯

ছাত্রদলের সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করায় কুপিয়ে আহত করলো সভাপতি-সম্পাদক

সর্বাধুনিক যুদ্ধজাহাজ তৈরি করছে উত্তর কোরিয়া

লৌহজংয়ে বিএনপির পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

নতুন বছরের প্রথমার্ধে এর মাধ্যমে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে - প্রিন্স

আন্দোলনে গুলি চালানোর নির্দেশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার