ঘরের মাঠে বাসনার ম্যাচে মেসির ৮০০
সুদীর্ঘ ৩৬ বছর পরে বহু কাক্সিক্ষত বিশ্বকাপ জেতার পরই জাতীয় দল থেকে অবসরের কথা একবার ভেবেছিলেন লিওনেল মেসি। তবে পরক্ষনেই নিজেই সেই চিন্তায় ছেদ টানেন শুধু একটা বাসনার কথা ভেবে। সাত বারের ব্যালন ডি-অর জয়ীর বহু দিনের ইচ্ছে তিন তারকা খচিত আর্জেন্টিনা জার্সিতে মাঠ দাপিয়ে বেড়ানোর। পানামার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেই শখ গতকাল সকালে পূরণ হয়েছে মেসির। কাতার বিশ্বকাপ...