ইউনাইটেড অধ্যায় শেষে নতুন চ্যালেঞ্জে নিস্টলরয়
প্রবল ইচ্ছার পরও ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে পারেননি রুড ফন নিস্টলরয়। তবে নিজের সাবেক ক্লাবের অধ্যায় শেষে নতুন চ্যালেঞ্জ নিতে দেরি করেননি নেদারল্যান্ডসের সাবেক এই তারকা ফরোয়ার্ড। ইংলিশ প্রিমিয়ার লিগেরই আরেক দল লেস্টার সিটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
লেস্টার সিটিতে স্টিভ কুপারের স্থলাভিষিক্ত হলেন নিস্টলরয়। দলের বাজে পারফরম্যান্সের কারণে গত রোববার তাকে ছাঁটাই করে লেস্টার। তার জায়গায় আসা নিস্টলরয়ের সঙ্গে...