ভারতের ‘ধমকে’ ইন্দোর উইকেট নিয়ে মত বদলাল আইসিসি
২৭ মার্চ ২০২৩, ০৬:৫৮ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:১৫ এএম

বর্ডার–গাভাসকার ট্রফির ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত তৃতীয় টেস্ট নিয়ে বিতর্ক চরমে উঠেছিল। মাত্র আড়াই দিনের কম সময়ে শেষ হয়ে গেছিল টেস্ট। এই নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল ইন্দোরের ২২ গজকে। ম্যাচ রেফারি উইকেটকে ‘পুওর’ আখ্যা দিয়েছিলেন এবং তিন–তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিল ইন্দোরের হোলকার স্টেডিয়ামের ২২ গজ। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের আবেদনের পর পিচ রেটিংয়ের পরিবর্তন করা হয়েছে।
আইসিসি ইন্দোরের হোলকার স্টেডিয়ামের বাইশ গজকে ‘পুওর’ আখ্যা দিয়ে তিন–তিনটি ডিমেরিট পয়েন্ট দেয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে রেটিং পরিবর্তনের জন্য আবেদন জানানো হয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের আবেদনের ভিত্তিতে আইসিসি–র অ্যাপিল কমিটির দুই সদস্য ওয়াসিম খান এবং রজার হার্পার ইন্দোর টেস্টের ভিডিও ফুটেজ খতিয়ে দেখেন। তারপর তারা রেটিং বদলের সিদ্ধান্ত নেন। ‘পুওর’ পিচের পরিবর্তে আইসিসি–র অ্যাপিল কমিটি ‘বিলো অ্যাভারেজ’ পিচের আখ্যা দিয়েছে ইন্দোরের হোলকার স্টেডিয়ামের বাইশ গজকে।
সাধারণত এভাবে সিদ্ধান্ত পাল্টানোর ঘটনা বিরল। রজার হার্পার এবং ওয়াসিম খানের মনে হয়েছে যে, ম্যাচ রেফারি পিচ মনিটরিং প্রক্রিয়ার অনুচ্ছেদ ‘এ’ অনুসরণ করেছিলেন। ‘পুওর’ রেটিং নিশ্চিত করার জন্য বেশি বাউন্স ছিল না ইন্দোরের বাইশ গজে। আইসিসি–র এই অ্যাপিল কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, ইন্দরের পিচকে ‘বিলো অ্যাভারেজ’ রেটিং করা উচিত। যার অর্থ হোলকার স্টেডিয়ামের উইকেট তিনটি ডিমেরিট পয়েন্টের পরিবর্তে শুধুমাত্র একটা ডিমেরিট পয়েন্ট পাবে।
ইন্দরের তৃতীয় টেস্টের উইকেট একেবারে র্যাঙ্ক টার্নার ছিল। মূলত স্পিনারদের জন্যই এই ২২ গজ তৈরি করা হয়েছিল। টেস্টের প্রথম দিনেই ১৪টি উইকেট পড়েছিল। আর পুরো ম্যাচে ৩১ টি উইকেট পড়ে। যার মধ্যে ২৬ টি উইকেট তুলে নিয়েছিলেন স্পিনাররা। এ টেস্ট ম্যাচ মাত্র দুদিন এবং একটা সেশন স্থায়ী হয়েছিল। অস্ট্রেলিয়া ইন্দোর টেস্টে জিতে সিরিজে ব্যবধান কমিয়ে ছিল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিকিট নিশ্চিত করেছিল।
অস্ট্রেলিয়ানদের স্পিনের ফাঁদে ফেলতে গিয়ে ভারতীয়রাই আটকে গিয়েছিল। স্পিনিং ট্র্যাক তৈরির সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরে এসেছিল। ভারতীয় শিবিরের কাছে ইন্দোরের ২২ গজে ভারতীয় ব্যাটারদের স্পিনের বিরুদ্ধে দুর্বলতা প্রকট হয়ে উঠেছিল। সূত্র: টিওআই।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

এশিয়াটিকের সকল ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি ক্ষুদ্র উদ্যোগের বিকাশ

কিছুটা কমল স্বর্ণের দাম

৩ বছর পর ময়মনসিংহ জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক মতবিনিময়

৩৬ কোম্পানির নিবন্ধন বাতিল

আওয়ামী লীগকে গণহত্যাকারী হিসেবে ঘোষণার আগ পর্যন্ত রাজপথে থাকবো : এনসিপি নেতৃবৃন্দ

‘ইউএমপি’ ব্যবহারে ফিরবে গতি

ঘুষ কেলেঙ্কারীর অভিযোগে লালমনিরহাট চীফ জুডিশিয়াল আদালতের নাজিরকে বহিস্কারের দাবিতে মানব বন্ধন ও সমাবেশ

কুলাউড়ায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সহ আটক- ২

রাজউককে আর হাউজিং করতে দেয়া যাবে না: রিজওয়ানা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়তে চাই- উপাচার্য

দৌলতপুরে ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী শতভাগ অনুপস্থিত

শ্রীমঙ্গলে অবৈধ বালু ও মাটি উত্তোলন অভিযানে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কুয়েট শিক্ষার্থীরা চাইছেন পদত্যাগ, ভিসি বললেন আমার ওপর নির্ভর করছে না

ফের দেশকে অস্থিতিশীল করার নীলনকশায় ফ্যাসিস্ট জাহাঙ্গীর

কাশ্মীরে হামলার ঘটনায় সন্দেহভাজন তিন জনের স্কেচ প্রকাশ

ভারতের বিরুদ্ধে ক‚টনৈতিক যুদ্ধ ঘোষণা করুন ভারতীয় হাইকমিশনে গণমিছিল কর্মসূচিতে মাওলানা মামুনুল হক

‘আমার ভাই মরছে- ভিসি কেন হাসছে; শিক্ষার্থীরা কফিন মিছিলে

যত দুর্ভোগ এক কিলোমিটারে

সৈয়দপুরে স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেপ্তার