মাহমুদউল্লাহকে বাদ দেওয়ায় সোস্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
১৩ আগস্ট ২০২৩, ০৫:৫২ পিএম | আপডেট: ১৩ আগস্ট ২০২৩, ০৫:৫২ পিএম
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গতকাল শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় এশিয়া কাপের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিন সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ঘোষণা করেন এশিয়া কাপের ১৭ সদস্যের দল।
ঘোষিত হওয়া দলে জায়গা হয়নি অভিজ্ঞ অল-রাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের। তবে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন এর আগেরদিন জানিয়ে দিয়েছেন এশিয়া কাপ ও বিশ্বকাপ দলের অধিনায়ক সাকিব আল হাসানের নাম।
এশিয়া কাপে মাহমুদউল্লাহকে না নেওয়ার ইস্যুতে দেশের ক্রিকেটাঙ্গনের একাংশ নাখোশ। সেই দলে এবার যুক্ত হলেন মুশফিকের স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি। মাহমুদউল্লাহকে এশিয়া কাপের স্কোয়াডে না রাখতেই ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন মুশফিকের স্ত্রী মন্ডি। ফেসবুকে করা পোস্টে তিনি লিখেছেন, 'অবিচার করা এখন নতুন একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে'।
এছাড়া এ অভিজ্ঞ অল-রাউন্ডারকে দলে না রাখায় গতকাল থেকেই সোস্যাল মিডিয়ায় চলছে তুমুল সমালোচনা।
এইচ এম আরিফ আহমেদ নামে একজন ফেসবুকে লিখেছেন, অযোগ্য বিসিবি সভাপতি থাকলে যা হয় আর কি। আমরা প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি মাহমুদউল্লাহ রিয়াদ যেন এশিয়া কাপ এবং বিশ্বকাপে দলে রাখা হয়।
মেহেদী হাসান আপন নামে একজন লিখেছেন, আফিফ নাঈম দলে জায়গা পায় অথচ রিয়াদ দলে জায়গা পায় না এটি হাস্যকর ও সম্পূর্ণ অবিচার।
মোহাম্মদ ফেরদাউস নামে একজন লিখেছেন, এই গঠনমূলক মন্তব্য শুধুমাত্র মুশফিকের স্ত্রীর নয়, বাংলাদেশের ১৭ কোটি মানুষের মন্তব্য। এই অবস্থায় রিয়াদকে বাদ দেওয়া ঠিক হয়নি। তার প্রতি অবিচার করা হয়েছে। বাংলাদেশের একমাত্র নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। আমি এর তীব্র নিন্দা জানাই।
আবির রায়হান নামে একজন লিখেছেন, রিয়াদ ভাই যদি দলে না থাকে তাহলে বাংলাদেশের খেলা আমরা বয়কট করব।
মো. নুরুল ইসলাম নামে একজন লিখেছেন, রিয়াদ ভাইকে দলে না রাখাটা খুবই অন্যায় এবং দুঃখজনক। আমরা চাই রিয়াদ ভাইকে দলে অন্তর্ভুক্ত করা হোক।
মো. খান জাহান আলী নামে একজন লিখেছেন, একজন সিনিয়র প্লেয়ারকে ডেকে অনুশীলন করিয়ে আশা দেখিয়ে আবার তাকে বাদ দিলেন। এর থেকে বড় পুরষ্কার আর কি হতে পারে। ১৭ বছর ধরে এই লোকটি ক্রিকেটে অনেক দিয়েছেন। এখনও যে লোকটি ভালোভাবে পারফর্ম করে যাচ্ছে। আপনারা কোনো ইস্যু ছাড়াই তাকে বাদ দিলেন। তার অবদানগুলো মনে রাখলেন না। এটি আপনারা ১৭ কোটি মানুষের সাথে অবিচার করেছেন। আমরা চাই তাকে আবার পুনরায় দলে অনুর্ভুক্ত করা হোক।
মো. খাইরুল ইসলাম নামে একজন লিখেছেন, বোর্ডের সিদ্ধান্তগুলো দেখে অবাক হই। কারণ মাহমুদউল্লাহকে বাদ দেওয়ার কারণ দেখছি না। এশিয়া কাপ ও বিশ্বকাপ খেলানোর পর মানুষটাকে সসম্মানে বিদায় দিতে পারতেন।
মো. তামিম নামে একজন লিখেছেন, এই দেশে যোগ্য লোকের যোগ্যস্থান দেওয়া হয় না, আর হবেও না।
আমির আহমদ আরবি নামে একজন লিখেছেন, ক্রিকেট ইতিহাসের সবচেয়ে জঘন্য এবং অযোগ্য প্রধান নির্বাচক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়া এশিয়া কাপ হবে লবণ ছাড়া তরকারির মতো।
শেখ খান নামে একজন লিখেছেন, অযোগ্য লোক দ্বারা কমিটি পরিচালনা করলে অবিচার হবে এটাই স্বাভাবিক।
উল্লেখ্য, এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াড হলো: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারি, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের বিএসএফের হানা, রুখে দাঁড়িয়েছে হাজারো গ্রামবাসী
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের বিএসএফের হানা, রুখে দাঁড়িয়েছে হাজারো গ্রামবাসী
কুষ্টিয়ায় পুলিশ পরিচয়ে ছিনতাইকালে অস্ত্র-গুলিসহ আটক ২
১৯ উইকেট পতনের দিনে এগিয়ে পাকিস্তান
আল্লাহর দয়ায় পা ভাঙেনি: শাওন
মাইজভান্ডার দরবার শরীফ জেয়ারতে প্রধান বিচারপতি
জবিস্থ ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে শ্রাবণ -আরিফ
টিউলিপের পদত্যাগ ছিল অবধারিত
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
সীমান্তের ঘটনা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ
মুসলিম বিশ্বে অনৈক্যের কারণেই গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল : মাহমুদুর রহমান
আ’লীগ সাংবাদিকসহ প্রত্যেকটি প্রতিষ্ঠানে দলীয়করণ করেছিল: সাদিক রিয়াজ
যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন
জামায়াতকে কোন ইসলামী দল বলে মনে করি না: আমীরে হেফাজত
রুয়েটের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
কালীগঞ্জে ছাত্রদল সভাপতি মবিন খানের স্মরণ সভা
একমাত্র সঞ্জয়ই দোষী, সাজা ঘোষণা সোমবার
চাঁদাবাজ, দখলবাজদের বিরুদ্ধে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান
শুল্ক ও কর বৃদ্ধি যেভাবে প্রভাব ফেলবে সিগারেটের বাজারে
বায়ুদূষণের প্রভাবে দেশে প্রতিবছর লক্ষাধিক মানুষের মৃত্যু: গবেষণা