রোকসানার প্রতিবাদের ভাষা কিক বক্সিং
১৯ মার্চ ২০২৩, ১০:৫৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৩:০৮ পিএম
কিক বক্সিংয়ের লড়াই সাধারণ বক্সিংয়ের চেয়ে বেশ ভিন্ন। সাধারণ বক্সিং প্রতিযোগিতায় বক্সাররা শুধু হাতে ব্যবহার করতে পারে। কিন্তু কিক বক্সিংয়ে রিংয়ে থাকা দুই বক্সার হাতের পাশাপাশি পা,কনুই ও হাঁটুর যথাযথ ব্যবহার করে লড়াই করতে পারেন। সাধারণ বক্সিংয়ের তুলনায় কিক বক্সিংয়ের একজন বক্সারকে আধুনিক কৌশল জানার পাশাপাশি অনেক বেশি শারীরিক শক্তির অধিকারী হতে হয়। যে কারণে কিক বক্সিং প্রতিযোগিতায় সব বক্সাররা অংশ নিতে সাহস করেন না। আর নারীদের বেলায় তো সংখ্যাটা একেবারেই কম।
তবে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কিক বক্সার রোকসানা বেগমের গল্পটা একটু অন্যরকম। তিনি শুধু কিক বক্সিংয়ে নামই লেখান নি, খুব অল্প সময়ে রিংয়ে নিজের যোগ্যতা ও দক্ষতা প্রমাণ করে বক্সিং দুনিয়ায় নিজে চিনিয়েছেন অন্যরূপে। অসাধারণ এই অর্জনের রাস্তাটা তার মোটেও মসৃণ ছিলনা। কিক বক্সিংয়ে সেরা হওয়ার জন্য শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করার পাশাপাশি তাকে লড়াই করতে হয়েছে বাস্তবিক জীবনে আসা নানা প্রতিকূলতার সঙ্গেও।
রোকসানা একে তো নারী তার ওপর রক্ষণশীল মুসলমান পরিবারে তার জন্ম। পেশাদার বক্সিংকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার চিন্তা করাটাও যে বাস্তব জীবনে অনেক বেশি কঠিন। তবে অদম্য ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রমী এই নারী হার মানেন নি। বিশ্বসেরা বক্সার হওয়ার স্বপ্ন সফল করার জন্য চেষ্টা করে গেছেন ক্যারিয়ারের শুরু থেকেই। পরিবার তাকে অনুমতি দেবেনা, এ কারণে শুরুতে নিজ বাড়ি থেকে অল্প দূরত্বে থাকা একটি জিমে গোপনে অনুশীলন পর্ব সারতেন রোকসানা। অনুশীলনের সময় অসংখ্যবার হাতে-পায়ে চোট পাওয়ার পরেও দমে যাননি তিনি।
তার প্রথম কোচ বিল জুড বক্সিংয়ের কঠিন নিয়ম-কানুনের ব্যাপারে শুরুতে রোকসানাকে সতর্ক করলেও পরে তার হার না মানা মনোবল দেখে সহযোগিতা করেন। কোচের সহযোগিতা নিয়ে ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করে ১৮ বছর বয়সেই রোকসানা মুয়ো থাই বক্সিং দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন। তবে বছর পাঁচেক পরে ঘটে আরেক বিপত্তি। পড়াশোনা শেষে পারিবারিক সম্মতিতে বিয়ে করায় মুখ থুবড়ে পড়ে রোকসানার বক্সিং ক্যারিয়ার। নিজের স্বপ্নের জগৎ ছেড়ে ঘরের চার দেয়ালে বন্দি জীবনযাপন মোটেও পছন্দ নয় রোকসানার। অন্যদিকে শ্বশুরবাড়ির লোকজনের রূঢ় ব্যবহারে কয়েক মাস যেতে না যেতে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকের পরামর্শে ফেরেন নিজের বাড়িতে। সেখানে কিছুটা স্বস্তিতে থাকলেও রোকসানা বেগমের মন পড়েছিল বক্সিংয়ের জগতে। দীর্ঘদিন পর পরিবারকে অনেক কষ্ঠে রাজি করিয়ে ফের বক্সিং রিংয়ে ফেরেন তিনি। অনুশীলনের জন্য জিমে ফিরে অন্যান্য শ্বেতাঙ্গ নারী বক্সারদের নিয়মিত টিটকারি, অশোভন স্লেজিংয়ের শিকার হন রোকসানা। তবে সবকিছু পাশ কাটিয়ে চালিয়ে যান নিয়মিত অনুশীলন।
২০১১ সালে রোকসানা কোনো পেশাদার কোিচ ছাড়াই ইউরো চ্যাম্পিয়নশিপ জিতে সবাইকে চমকে দেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ২০১৬ সালে বক্সিংয়ে বিশ্বসেরার টাইটেল জেতেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ। ২০১৮ সাল থেকে শুরু করেন পেশাদার বক্সিংয়ে অংশ নেয়া। এখানেও পেেেছন অসামান্য সাফল্য।
তারকা এই কিক বক্সার এখন বাংলাদেশে অবস্থান করছেন। আগামীকাল ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠেয় ‘বেক্সিমকো এক্সবিসি ফাইট নাইট’ নামের একটি কিক বক্সিং ইভেন্টে অংশ নিতে যাচ্ছেন তিনি। ফিমেল বাউটে তার বিপরীতে রিংয়ে থাকবেন বাংলাদেশ আনসারের একজন নারী সদস্য। প্রতিযোগিতাকে সামনে রেখে এবং রোকসানার ঢাকা আগমন উপলক্ষে আজ সকাল ১১টায় গুলশান ক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশন (বিবিএফ)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঝিনাইদহে বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব : উপদেষ্টা আসিফ নজরুল
সান্ধ্য আইন বাতিলের দাবি ইবি ছাত্র ইউনিয়নে
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না আশাবাদ রিজভীর
আফগানিস্তানে ফের দূতাবাস চালু করছে সৌদি
হাজারো বিঘা জমিতে পুকুর খনন: ছোট হয়ে যাচ্ছে সালথা-নগরকান্দার মানচিত্র!
প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান, সাদপন্থীদের নিষিদ্ধের দাবি
শুধু মুর্শিদাবাদ-মালদহ নয়, শিলিগুড়িও লক্ষ্যবস্তু
হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন
আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী
গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক
বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'
সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ
পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া