ইসরাইল ম্যাচ বয়কট রাজীবের
২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ এএম
হাঙ্গেরির বুদাপেস্টে চলমান বিশ্ব দাবা অলিম্পিয়াডের উন্মুক্ত বিভাগে ইসরাইলের বিপক্ষে খেলা বয়কট করেছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। আসরের এই বিভাগে গতকাল বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইসরাইল। তবে মানবতাবিরোধী আগ্রাসী এই দেশের বিপক্ষে না খেলার ঘোষণা দেন রাজীব। শুক্রবার হাঙ্গেরির স্থানীয় সময় মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজীব লিখেন, ‘২০২২ সালের চেন্নাই দাবা অলিম্পিয়াড ও ২০২৪ এর হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুশ দল হিসেবে অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরাইল কীভাবে অংশগ্রহণ করতে পারে? কালকে (শনিবার) তাদের খেলা বাংলাদেশের সঙ্গে পড়েছে। আমি বয়কট করলাম।’
দাবা অলিম্পিয়াডে এক রাউন্ডে এক দেশের চার দাবাড়– খেলেন। দশম রাউন্ডে বাংলাদেশ তৃতীয় বোর্ডে রাজীবের নাম জমা দিয়েছে। রাজীব না খেললে ইসরাইল ওই বোর্ডে সরাসরি পয়েন্ট পাবে। রাজীবের এই সিদ্ধান্ত সম্পর্কে দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম বুদাপেস্ট থেকে বলেন, ‘তার স্ট্যাটাসটি সকালে দেখলাম। আগামীকাল (আজ) শেষ রাউন্ড। শেষ রাউন্ডের ফলাফলের ওপর অবস্থান নির্ভর করে। এজন্য দলের অধিনায়ক (মাসুদুর রহমান মল্লিক) দশম রাউন্ডের প্রথম বোর্ডে ফাহাদ, দ্বিতীয় বোর্ডে নীড়, তৃতীয় বোর্ডে রাজীব ও চতুর্থ বোর্ডে তাহসিনকে রেখেছে। এখন সে না খেললে বাংলাদেশ পয়েন্ট হারাবে।’
ইসরাইলের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক নেই। বাংলাদেশের পাসপোর্টে দীর্ঘদিন লেখা ছিল- ‘ইসরাইল ব্যতীত অন্য সকল দেশে ভ্রমণের জন্য প্রযোজ্য।’ সাম্প্রতিক সময়ে অবশ্য সেই লেখা আর নেই। ইসরাইলের সঙ্গে বৈশ্বিক মঞ্চে খেলা পড়ে যাওয়া বিব্রতকর হলেও টুর্নামেন্টের স্বার্থে দশম রাউন্ডে বাংলাদেশ খেলবে বলে জানান দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক, ‘মন্ত্রণালয় থেকে আমাদের কোনো নির্দেশনা নেই এই সংক্রান্ত এবং অলিম্পিয়াডে এই রাউন্ডে না খেললে বাংলাদেশ আরও পিছিয়ে পড়বে। বাংলাদেশের অন্য তিন দাবাড়ু খেলবে, রাজীবের সঙ্গেও কথা বলব।’ তবে গতকাল এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত (রাত ৮টা) জানা যায়নি রাজীব দশম রাউন্ডে খেলেছেন কিনা। এবারের দাবা অলিম্পিয়াডে শেষ নয় রাউন্ডের খেলায় রাজীব তিন জয় পেলেও ড্র করেছেন একটিতে এবং বাকি পাঁচ ম্যাচ হেরেছেন।
এদিকে হাঙ্গেরিতে জয়ের ধারা অব্যাহত রেখেছেন বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। শুক্রবার রাতে বিশ্ব দাবা অলিম্পিয়াডের নবম রাউন্ডে নারী বিভাগে শক্তিশালী আর্জেন্টিনার কাছে ১-৩ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে একমাত্র ম্যাচ জিতেছেন রানী হামিদ। তিনি হারান আর্জেন্টিনার আন্তর্জাতিক নারী মাস্টার মারিয়া বেলেনকে। নবম রাউন্ডে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান গ্র্যান্ডমাস্টার নর্ম মিস করলেও রানী হামিদ অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে ছয় ম্যাচ খেলে সবকটিই জিতেছেন, যার মধ্যে টানা পাঁচটি। এই রাউন্ডে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ায় নারী বিভাগে বাংলাদেশের অবস্থান ১৮৩টি দলের মধ্যে ৪৩তম। ৯ ম্যাচে ১১ পয়েন্ট পেয়েছে লাল-সবুজরা। অন্যদিকে লেবাননকে ২.৫-১.৫ পয়েন্টে হারিয়ে উন্মুক্ত বিভাগে ১৯৭টি দলের মধ্যে ৭৫তম স্থানে আছেন নিয়াজ- রাজীবরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ