জন্মদিনে নিজেকে অনন্য উপহার দিলেন রশিদ
২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ এএম
ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্মরণীয় জয় তুলে নিছে আফগানিস্তান। শুক্রবার শারজায় দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ সিরিজ নিশ্চিত করেছে আফগানরা। নিজের ২৬ তম জন্ম দিনে দলকে এমন জয় উপহার দিয়েছেন আফগান তারকা রশিদ খান। ম্যাচ জিতেই রশিদ বলেন, ‘হ্যামস্ট্রিং খুব ভোগাচ্ছিল। তবে মাঠে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছি এবং দলের জন্য সেরাটা দিতে চেয়েছি। বড় দলের বিপক্ষে সিরিজ জয়ের এমন সুযোগ, আমাকে মাঠে থাকতেই হতো’- ম্যান অব দা ম্যাচের পুরস্কার নিয়ে যখন বলছিলেন রশিদ খান, তার চোখেমুখে খেলা করছিল উচ্ছ্বাস, তৃপ্তি আর গর্ব। হ্যামস্ট্রিংয়ের সমস্যাকে হারিয়ে অসাধারণ বোলিংয়ে ৫ উইকেট শিকার করেছেন, দলকে এনে দিয়েছেন বিশাল জয়, এমন প্রতিক্রিয়াই হওয়ার কথা। জন্মদিনের উপহার তিনি শুধু নিজেকেই দিলেন না, দেশকেও এনে দিলেন নিজেদের ক্রিকেট ইতিহাসের স্মরণীয়তম জয়।
আগের ম্যাচে আফগানি বোলিংয়ে বিধ্বস্ত হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার ব্যাটে-বলে প্রোটিয়াদের ¯্রফে নাকানিচুবানি খাইয়ে ছাড়ল আফগানরা। আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে থাকা কোনো দলের বিপক্ষে এটি আফগানদের প্রথম সিরিজ জয়। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান তোলে ৫০ ওভারে ৩১১ রান। ১০ চার ও ৩ ছক্কায় ১১০ বলে ১০৫ রান করেন রাহমানউল্লাহ গুরবাজ। সপ্তম সেঞ্চুরিতে আফগানিস্তানের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড নিজের করে নেন এই ওপেনার। ৮৪ ইনিংসে ছয় সেঞ্চুরিতে আগের রেকর্ড ছিল মোহাম্মদ শাহজাদের। গুরবাজ তাকে ছাড়িয়ে গেলেন অর্ধেক ইনিংস খেলেই।
তিনে নেমে ফিফটি করেন রহমাত শাহ। পরে ঝড়ো ব্যাটিংয়ে ৫০ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন আজমাতউল্লাহ ওমারজাই। রান তাড়ায় দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ১৩৪ রানেই। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪ রানের জয়কে পেছনে ফেলে আফগানদের সবচেয়ে বড় জয় এখন এটিই। ১৯ রানে পাঁচ উইকেট শিকার করেন রাশিদ। ওয়ানডে ইতিহাসের প্রথম বোলার হিসেবে জন্মদিনে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন আফগান জাদুকর। ওয়ানডেতে তার পঞ্চম পাঁচ উইকেট এটি। এছাড়া ২০ বছর বয়সী স্পিনার নানগেলিয়া খারোটে ২৬ রানে পান চার উইকেট। তিন ওয়ানডে খেলেই দুবার চার উইকেট পেয়ে গেলেন প্রতিভাবান এই স্পিনার। ম্যাচ শেষে আফগান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা এখানে খুশি, দেশে গোটা জাতি খুশি। সবাইকে অভিনন্দন।’ আর প্রোটিয়া অধিনায়ক বাভুমা হতাশা ব্যক্ত করে বলেন, ‘মোটেও ভালো খেলতে পারিনি আমরা। ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে যতটা সম্ভব ইতিবাচক থাকতে হবে।’ আজ একই ভেন্যুতে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দু’দল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ