সেমির উত্তাপ লাইনআপেই
শেষের পথে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের আরেকটি জমজমাট মৌসুম। ৩২টি দলের মধ্যে টিকে আছে মাত্র চারটি- রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান ও এসি মিলান। ইস্তানবুলে আগামী ১১ জুন অনুষ্ঠেয় ফাইনালে এদের একটির হাতে উঠবে পরম আকাক্সিক্ষত শিরোপা।সেই আলাপ আপাতত পাশে সরিয়ে চোখ রাখা যাক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের সূচির দিকে।
প্রথম সেমিতে মিলান ডার্বিতে মুখোমুখি হবে ইতালিয়ান সিরি আর দুই...