বিসিবি ছাড়ছেন মন্ত্রী পাপন, ছাড়ছেন না!
নতুন মন্ত্রিসভায় ঠাঁই হচ্ছে নাজমুল হাসানে পাপনের- এই খবর চাউর হবার পর থেকেই দেশের ক্রিকেটাঙ্গনে বেশ তোলপাড় পড়ে যায়। এমনিতে মন্ত্রিসভায় কারা থাকছেন, এই কৌতূহল তো দেশজুড়েই থাকে। তবে ক্রিকেট পাড়ার উৎকণ্ঠার জায়গাটা ভিন্ন। যেহেতু তিনি বিসিবি সভাপতি, সেক্ষেত্রে তিনি মন্ত্রী হলে কে হাল ধরবেন দেশের ক্রিকেটের? তবে সেই আলোচনার ঢেউ বিসিবিতে খুব একটা স্পর্শ করেনি। মূল কারণ, সরকারের মন্ত্রী...