অবশেষে খাজার ইচ্ছেপূরণ
বিগ ব্যাশ লিগে ‘শান্তির প্রতীক’ পায়রা ও জলপাইগাছের একটি শাখা প্রদর্শন করেছেন উসমান খাজা। এর আগে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নিজের জুতায় এমন প্রতীকসংবলিত স্টিকার নিয়ে নামতে চাইলেও আইসিসির বাধার মুখে শেষ পর্যন্ত সেটি করতে পারেননি অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান। গ্যাবায় পার্থ স্কর্চার্সের বিপক্ষে ম্যাচে গতকাল নিজের জুতা ও ব্যাটের পেছনের দিকে এই স্টিকার নিয়ে নামেন খাজা। যদিও স্টিকারসংবলিত ব্যাটটি ভেঙে...