সাকিবদের ড্রেসিং রুমের বাইরে রামান লাম্বা!
ড্রেসিং রুমের দরজায় সাঁটানো বাংলাদেশের পতাকা। ঠিক পাশেই ফুটিয়ে তোলা হয়েছে একজনের মুখায়ব। যার প্রতিকৃতি, সেই মানুষটির সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সম্পর্ক অনেক গভীর। প্রচণ্ড আবেগের। ভীষণ হাহাকারের। ছবির নিচেই নামফলক, যেখানে লেখা, ‘রমন লাম্বা ড্রেসিং রুম।’ দিল্লির আরুন জেটলি স্টেডিয়ামের ‘হোম’ ড্রেসিং রুম এটি। বাংলাদেশ ক্রিকেটের যারা একনিষ্ঠ অনুসারী, অজানা থাকার কথা নয় এই দেশের সঙ্গে রমন লাম্বার সংযোগ কতটা...