ডেভিস কাপে যাচ্ছে বাংলাদেশ
টেনিস খেলার বিশ্বকাপ বলা হয় ডেভিস কাপ টুর্নামেন্টকে। সেই ডেভিস কাপের বাছাই পর্বে খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় টেনিস দল। ২৪ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত বাহরাইনের ইসা টাউনে অনুষ্ঠিত হবে ডেভিস কাপের গ্রুপ-৫ এর খেলা। টুর্নামেন্টে অংশ নিতে ২৩ অক্টোবর ঢাকা ছাড়বে পাঁচ সদস্যের বাংলাদেশ দল। দলের সদস্যরা হলেন: দলনেতা- ক্যাপ্টেন খালেদ আহমেদ, খেলোয়াড়-রঞ্জন রাম, মাহাদী হাসান আলভী, জারিফ আবরার ও...