বিবর্ণ ইংল্যান্ডকে রেকর্ড হারের লজ্জায় ডুবালো আফ্রিকা
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা প্রায় ৪০০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করানোর পরই পরাজয় চোখ রাঙা ছিল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। সম্ভাব্য সেমিফাইনাল থেকে বিদায়ের প্রতিধ্বনিও।তবে এত সহজেই যে বিশ্বকাপ শুরুর আগে শিরোপার প্রবল দাবিদার ইংল্যান্ড যে এত দ্রুত হার মানবে সেটি হয়তো কল্পনাও করেননি কেউ।
প্রোটিয়া পেসারদের বোলিং তোপের সামনে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ডের `ভীতি জাগানিয়া` টপ অর্ডার।শুরু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক...