এবার ছিটকে গেলেন লঙ্কান অধিনায়ক
চোট জর্জর শ্রীলঙ্কা শিবিরে আবারও চোটের আঘাত। এবার ঊরুর চোটে বিশ্বকাপের অন্তঃত লিগ পর্যায়ের ম্যাচগুলো থেকে ছিটকে গেলেন দলটির অধিনায়ক দাসুন শানাকা।
গত ১০ অক্টোবর হায়দরাবাদে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের সময় ডান ঊরুতে চোট পান শানাকা। তাঁর পেশির চোট সারতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। যার অর্থ, লিগ পর্যায়ে শানাকার পুনরায় মাঠে নামার সম্ভাবনা কার্যত শেষ। শানাকার জায়গায় শ্রীলঙ্কার স্কোয়াডে যোগ দিচ্ছেন...