স্কুল ভলিবলে কালাচাঁদপুর ও বিআইএসসি চ্যাম্পিয়ন
শেষ হয়েছে ঢাকা মহানগরী স্কুল ভলিবল টুর্নেিমন্টের খেলা। এই টুর্নামেন্টের বালক বিভাগে সরকারী কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজ এবং বালিকা বিভাগে বিআইএসসি চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল ঢাকার শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে বালক বিভাগের ফাইনালে সরকারী কালাচাঁদপুর স্কুল ২-১ সেটে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলকে হারিয়ে শিরোপা জিতে নেয়। অন্যদিকে একই ভেন্যুতে বালিকা বিভাগের ফাইনালে বিআইএসসি ২-০ সেটে মোহাম্মদ প্রিপারেটরি স্কুল...