টপ অর্ডারদের ঝড়ে রানপাহাড়ে অস্ট্রেলিয়া
টপ অর্ডারে ঝড় তুললেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথরা। তাতে তাল দিয়ে গেলেন মার্নাস লাবুশেনও। কিন্তু পরের ব্যাটাররা পারলেন না সেই ধারা ধরে রাখতে। তবু হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে ভারতের বিপক্ষে সাড়ে তিনশোর্ধো সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া।
রাজকোটে বুধবার ভারততে ৩৫৩ রানের লক্ষ্য দিয়েছে অজিরা। ৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছে মার্শের। ফিফটি পেয়েছেন ওয়ার্নার, স্মিথ ও লাবুশেন।
টসজয়ী অজিরা ৮ ওভারেই স্কোরবোর্ডে...