মাঠের বাইরেও বর্ণিল রোনালদো,দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে সারলেন চতুর্থ বিয়ে
তার সময়ে তো বটেই,ব্রাজিলের সর্বকালের সেরা কয়েকজন ফুটবলারের মধ্যেও থাকবে রোনালদোর নাম। পায়ের নিপুণ কারুকাজে বছরের পর বছর মুগ্ধতা ছড়িয়েছেন ফুটবল মাঠে।বর্ণিল ক্যারিয়ারে বিশ্বকাপসহ জিতেছেন অনেক ট্রফি।মাঠের বাইরেও তার বর্ণিল এক জীবনই পার করেছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।
প্রেমিক পুরুষই বলা চলে রোনালদোকে। গত রবিবার সেরেছেন নিজের চতুর্থ বিয়ে। কনে দীর্ঘ আট বছরের ব্রাজিলিয়ান মডেল সেলিনা লকস।বয়সে তিনি রোনালদো থেকে ১৪ বছরের...