বার্সার ‘নৃশংস’ প্রত্যাবর্তন
ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল সেলতা ভিগো। উৎসবের প্রস্তুতিও নিচ্ছিল তারা। তখন মনে হয়েছিল মৌসুমের প্রথম হারটি দেখতে যাচ্ছে বার্সেলোনা। কিন্তু এরপর নয় মিনিটের ঝড়ে রবার্ট লেভানদোভস্কি ও জোয়াও ক্যান্সেলো নৈপুণ্যে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে উল্টো দারুণ এক জয় তুলে নেয় কাতালানরাই। এমন জয়কে নৃশংস বলেই আখ্যা দিলেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। গতপরশু রাতে বার্সেলোনার ঘরের মাঠে স্তাদি অলিম্পিক লুইস কম্পানিসে...