এমবাপের গোল,কঠিন গ্রুপে জয় দিয়ে শুরু পিএসজির
পিএসজি ২ : ০ বুরুশিয়া ডর্টমুন্ড
দীর্ঘ ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পাওয়া নিউক্যাসেল নিশ্চয়ই গ্রুপ পর্বেই এমন শক্তিশালী সব প্রতিপক্ষের মুখে মুখোমুখি হওয়ার ব্যাপারটি প্রত্যাশা করেনি। গ্রুপ `এফ` এর চারটি দলই শক্তিশালী।নিউক্যাসল ছাড়া এই গ্রুপে আছে গতবারে সেমিফাইনালিস্ট এসি মিলান,পিএসজি, জার্মান জায়ান্ট বুরুশিয়া ডর্টমুন্ড। এর মধ্যে থেকে বাদ পড়তে হবে দুই দলকে। তাই চ্যাম্পিয়নস লিগে এই গ্রুপ কে বলা...