জুনিয়র সার্ভিসেস কাবাডি
জুনিয়র সার্ভিসেস কাবাডি লিগে জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ। গতকাল পল্টনস্থ ঢাকা জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় সেনাবাহনী ৭১-৩২ পয়েন্টে হারায় ফায়ার সার্ভিসকে। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় খেলায় নৌবাহিনী ৫৩-৩১ পয়েন্টে বাংলাদেশ আনসারকে এবং তৃতীয় মাচে বাংলঅদেশ পুলিশ ৪৫-৩৫ পয়েন্টে হারায় বিকেএসপিকে।