আরেকটি জোকোভিচ-মেদভেদ ফাইনাল
ইউএস ওপেনের ফাইনালে চলে গেলেন নোভাক জোকোভিচ। দ্বিতীয় বাছাই জোকোভিচ সেমিফাইনালে স্ট্রেট সেটে হারান অবাছাই বেন শেলটনকে। জোকোভিচ জেতেন ৬-৩, ৬-২, ৭-৬ (৭-৪) গেমে। এই নিয়ে দশম বার ইউএস ওপেনের ফাইনালে উঠলেন জোকার। চ্যাম্পিয়ন হলে চতুর্থ বারের জন্য বছরের শেষ গ্র্যান্ড সø্যাম জিতবেন তিনি। সব মিলিয়ে তার ২৪টি গ্র্যান্ড সø্যাম হবে।
প্রথমে মনে হয়েছিল সহজেই ম্যাচ জিতে নেবেন জোকোভিচ। প্রথম দু’টি...