জুনিয়র সাফের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতই
০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩০ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩০ পিএম
সাফ অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ কিশোর দল। গত ২ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী দিন ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভারত ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশকে। তবে শুক্রবার টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখায় লাল-সবুজের কিশোররা। শিরোপা লড়াইয়ে রোববার বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভারতই। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।
জুনিয়র সাফের এ আসরে বাংলাদেশ গ্রুপ পর্বে খেলেছে ভারত ও নেপালের বিপক্ষে। প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর গ্রুপের দ্বিতীয় ম্যাচে ১-০ ব্যবধানে নেপালকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে ভারতের কাছে ১-০ গোলে হেরে যায় নেপাল। ফলে গ্রুপ রানার্সআপ হয়েই শেষ চারে উঠে লাল-সবুজরা। ৮ সেপ্টেম্বর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারত ৮-০ গোলে উড়িয়ে দেয় মালদ্বীপকে। একই দিন দ্বিতীয় সেমিফাইনাল পাকিস্তানকে হারানোর ফলে গ্রুপ পর্বের মতোই ফের ফাইনালে ভারতের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে গোল পাওয়া লাল-সবুজের দুই ফুটবলারের লক্ষ্য ফাইনালেও গোল করে দলকে জয় এনে দেয়া। ফরোয়ার্ড মো. মোর্শেদ আলী গতকাল বলেন,‘আলহামদুলিল্লাহ। সেমিফাইনাল ম্যাচে নামার আগে আল্লাহর কাছে চেয়েছিলাম যেনো দেশকে কিছু দিতে পারি। দেশের জন্য গোল করতে পারি। কারণ আমাদের ফরোয়ার্ড লাইন গোলশূন্য ছিল। সেমিফাইনালে আমরা দুই ফরোয়ার্ডই দু’টি গোল করেছি।
ইনশাল্লাহ আমাদের লক্ষ্য থাকবে ফাইনালে ভারতের বিপক্ষেও গোল করে দেশের জন্য ট্রফি জেতা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের টিমের জন্য দোয়া করবেন।’ পাকিস্তানের বিপক্ষে আরেক গোলদাতা ফরোয়ার্ড আবু সাইদ বলেন,‘সর্বপ্রথম আল্লাহর কাছে শোকরিয়া। পাকিস্তানের বিপক্ষে নিজে গোল করে এবং এ্যাসিস্ট করে দলকে জেতাতে পেরেছি। ফাইনালে আমাদের প্রতিপক্ষ ভারত। আমি এবং আমাদের ফরোয়ার্ড লাইনের লক্ষ্য থাকবে এই ম্যাচে বেশি গোল করে দলকে জেতানো।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন