কারান ঝড়ে চ্যাম্পিয়ন ওভাল
৩৬ বল শেষে ওভাল ইনভিন্সিবলসের রান ৩৪। বিদায় হয়ে গেছে তাদের প্রথম পাঁচ ব্যাটসম্যান। শিরোপার সুবাসটা হয়তো পেতে শুরু করেছিল ম্যানচেস্টার অরিজিনালস। কিন্তু চরম বিপর্যয়ের মধ্যেই সাত নম্বরে নেমে দুর্দান্ত পাল্টা আক্রমণ করলেন টম কারান। স্মরণীয় এক জুটি উপহার দিলেন তিনি জিমি নিশামকে নিয়ে। এরপর বল হাতেও কারান দারুণ আঁটসাঁট। শুরুর সেই ধাক্কা সামলে শেষ পর্যন্ত শিরোপার স্বাদ পেল ওভাল।...