নুনেজের জোড়া গোলে ১০ জনের দল নিয়েও জিতল লিভারপুল
ম্যাচের দুই তৃতীয়াংশ সময় লিভারপুল খেলল ১০ জনের দল নিয়ে। তার ওপর ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত ছিল ১-০ ব্যবধানে পিছিয়ে। হার যখন চোখ রাঙাচ্ছিল তখনই দৃশ্যপটে আসলেন ডারউইন নুনেজ। দ্বিতীয়ার্ধের বদলি হিসেবে নামা উরুগুইয়ান ফরোয়ার্ডের কয়েক মিনিটের ব্যবধানে দুই গোল করে অল রেডসদের এনে দিলেন স্মরণীয় এক জয়।
নিউক্যাসেলের বিপক্ষে প্রায় হাত ফসকে যাওয়া ম্যাচ লিভারপুল জিতল ২-১ ব্যবধানে। নুনেজের জোড়া...