মহিলা ফুটবলে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পেন ১ : ০ ইংল্যান্ড
মহিলা ফুটবলে নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেল ফুটবল বিশ্ব।প্রথমবারের মতো ফাইনালে উঠেই বিশ্বকাপ শিরোপা ঘরে তুলল স্পেন।ফাইনালে শক্তিশালী ইংল্যান্ডকে ১-০ ব ব্যবধানে হারিয়েছ স্প্যানিশরা। গোলরক্ষক মেরি অর্পসের বীরত্বপূর্ণ পারফরম্যান্সের পরেও হার এড়াতে পারেনি ইংল্যান্ড।দারূণ দক্ষতায় একাধিক দুর্দান্ত সেভ করা অর্পস দ্বিতীয়ার্ধে ঠেকিয়ে দিয়েছেন পেনাল্টিও। তবে কখনো ফিনিশিংয়ে দুর্বলতা আবার কখনো প্রতিপক্ষ রক্ষণের দৃঢ়তায় সমতাসূচক গোলের দেখা পায়নি ইংলিশরা।
সিডনির...