বৃষ্টির কারণে শেষ টি-টোয়েন্টিতে মাঠে গড়ায়নি একটি বলও
বিশ্বকাপের বাকি মাত্র এক মাস। মর্যাদাপূর্ণ আসরের ঠিক আগের সিরিজ গুলোতে বড় দলগুলো মূলত নিজেদের প্রস্তুতি ঝালাই করে নেয়। তবে ভারত আয়ারল্যান্ডের বিপক্ষে সেটি ঠিক কতটা করতে পেরেছে সেটা এখন দলটির সমর্থকদের প্রশ্ন। এমনিতেই ছিল টি-টোয়েন্টি সিরিজ, তার ওপর তিন ম্যাচের দুটিতেই হানা দেয় বৃষ্টি।
প্রথমটিতে ভারত ব্যাট করতে পেরেছে কেবলমাত্র সাত ওভার। পরের টি-টোয়েন্টি ঠিকঠাক হলেও শেষ ম্যাচে আবার বাঁধা...