মেসির গোল, ফিলাডেলফিয়াকে গুড়িয়ে ফাইনালে মায়ামি
অনুশীলনে পা মচকে গেছে মেসির-এমন খবরে শঙ্কার চোরা স্রোত যেন বয়ে গিয়েছিল ইন্টার মায়ামি শিবিরে। সেই স্রোত পেরিয়ে আর্জেন্টাইন তারকা মাঠে নামলেন। আবারও গোল করলেন। ফিলাডেলফিয়া ইউনিয়নকে বিশাল ব্যবধানে হারিয়ে দলকে নিলেন লিগস কাপের ফাইনালে।
পেনসিলভেনিয়ার সুবারু পার্কে বাংলাদেশ সময় বুধবার ভোরে ৪-১ গোলে জিতেছে মায়ামি। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন মেসি।
প্রধমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সফরকারীরা। এসময় অন্য...