মেসির টানা পাঁচে সেমিতে মায়ামি
আগের ম্যাচগুলির মতো ঠিক জ্বলে উঠতে পারলেন না লিওনেল মেসি। তবে অনেকটা নিষ্প্রভ থাকলেও শেষ দিকে গোল একটি ঠিকই আদায় করে নিলেন। তিনি সেরা চেহারায় না থাকলেও তার দল দাপুটে জয়ে পৌঁছে গেল লিগস কাপের সেমি-ফাইনালে। বাংলাদেশ সময় গতকাল সকালের কোয়ার্টার-ফাইনালে শার্লট এফসিকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ইন্টার মায়ামি।
নিজেদের মাঠ ড্রাইভ পিঙ্ক স্টেডিয়ামে দ্বাদশ মিনিটে ইয়োসেফ মার্তিনেসের পেনাল্টি গোলে এগিয়ে...