এশিয়াডে বেসবলকে চান জাপান রাষ্ট্রদূত
২০২৬ সালে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের পরের আসর। ওই গেমসে বাংলাদেশ বেসবল দলকে দেখতে চান বাংলাদেশের জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি। গতপরশু বিকালে বারিধারাস্থ জাপান রাষ্ট্রদূতের বাসায় বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনকে সরঞ্জাম উপহার প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজার সহযোগিতা কামনা করে কিমিনরি বলেন, ‘বাংলাদেশ বেসবল দল যেন জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।’ এ...