অজেয়ই রয়ে গেল বায়ার্ন,মেসি-এমাবাপের চ্যাম্পিয়নস লীগ জেতা হলোনা এবারও
বায়ার্ন মিউনিখকে ঘরের মাঠে হারানো,তাও চ্যাম্পিয়ন লীগের বড় মঞ্চে-ক্লাব ফুটবলে এর চেয়ে কঠিন কাজ খুব একটা বেশি বোধহয় নেই।তবে মেসি আশাবাদী ছিলেন সামর্থ্যের সবটুকু উজাড় করে দিলে হয়ত সম্ভব দারূণ কিছু অর্জনের।
তারা হয়ত সেটি দিয়েছিলেনও। তবে চ্যাম্পিয়নস লীগে আগুনে ফর্মে থাকা বায়ার্নকে হারানো সম্ভব হয়নি।ঘরের মাঠে শেষ ষোলোর লড়াইয়ে ২-০ ব্যবধানে পিএসজিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে জার্মান জায়ান্টরা(দুই লেগ...