ব্যাটে-বলে আবারও সাকিব দ্যুতি
প্রথম ম্যাচের মতো আরও একবার অলরাউন্ড পারফরম্যান্সে নিজেকে মেলে ধরলেন সাকিব আল হাসান। কানাডার গেøাবাল টি-টোয়েন্টিতে তার দল মন্ট্রিয়ল টাইগার্স পেল টানা দ্বিতীয় জয়ের দেখা। কানাডার ব্রামটনে গতপরশু মিসিসগা প্যান্থার্সের বিপক্ষে বল হাতে ৪ ওভারে ২৮ রান দিয়ে পাকিস্তানি ব্যাটসম্যান আজম খানের উইকেট নেন সাকিব। পরে ব্যাট হাতে ২৪ বলে খেলেন ৩৬ রানের ইনিংস। তার দল জেতে ৭ উইকেটে। আগের...