নারী কাবাডির জন্য মেয়ে রেফারি
কাবাডিতে পুরুষ কিংবা নারীদের খেলা হোক- সবক্ষেত্রেই থাকেন পুরুষ রেফারি ও জাজ। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক আসরে একই চিত্র। তবে নারীদের খেলায় মেয়ে রেফারি থাকবেন, এমনটাই বিশ্বাস করে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। তাইতো দেশের ২৯ জেলার ২৯ জনকে নিয়ে শনিবার থেকে তারা শুরু করেছে আন্ত:জেলা মহিলা কাবাডি রেফারি প্রশিক্ষণ কোর্স। ধানমন্ডি মহিলা ক্রীড়া সংস্থায় চার দিনব্যাপী কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ কাবাডি...