বর্ণালি সেলিম দুরানির চিরবিদায়
জন্ম আফগানিস্তানে, ক্রিকেট খেলেছেন ভারতের হয়ে, খ্যাতি বিশ^জোড়া- সেলিম দুরানি। ‘ইম্প্যাক্ট’ ক্রিকেটারের যে ধারণা এখন ক্রিকেট দুনিয়ায় জনপ্রিয়, সেই কার্যকারিতা যিনি দেখিয়েছেন ষাট-সত্তরের দশকেই, মাঠের ভেতরে-বাইরে বর্ণময় এক চরিত্র ছিলেন যিনি, ছিলেন সময়ের চেয়ে এগিয়ে থাকা কার্যকর এক ক্রিকেটার। বর্ণিল জীবনের ইনিংসে ৮৮ বছর বয়সে পরপারে পাড়ি জমালেন সাবেক এই ভারতীয় অলরাউন্ডার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত জানুয়ারিতে...