ডর্টমুন্ডেকে উড়িয়েই শীর্ষে ফিরল টুখেলের বায়ার্ন
বুন্দেসলীগা মানেই বায়ার্ন মিউনিখের একচেটিয়া আধিপত্য। জার্মান ঘরোয়া লীগটিতে শেষ কবে বায়ার্নের বাইরে কেউ শিরোপা জিতেছে সেটি জানার জন্য ইতিহাস ঘাটতে হবে। বরাবরের মতো চলতি মৌসুমও দাপটের সাথেই শুরু করেছিল মুলার-মানেরা।
তবে মাঝপথে এসে হঠাৎ হয় ছন্দপতন।লীগে একের পর এক গড়পড়তা পারফরম্যান্সে হারাতে তাকে পয়েন্ট, এক পর্যায়ে নেমে যায় শীর্ষস্থান থেকেও। চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ট উঠে যায় শীর্ষে। বাজে ফলাফলের কারণে বরখাস্ত...