রোকসানার প্রতিবাদের ভাষা কিক বক্সিং
কিক বক্সিংয়ের লড়াই সাধারণ বক্সিংয়ের চেয়ে বেশ ভিন্ন। সাধারণ বক্সিং প্রতিযোগিতায় বক্সাররা শুধু হাতে ব্যবহার করতে পারে। কিন্তু কিক বক্সিংয়ে রিংয়ে থাকা দুই বক্সার হাতের পাশাপাশি পা,কনুই ও হাঁটুর যথাযথ ব্যবহার করে লড়াই করতে পারেন। সাধারণ বক্সিংয়ের তুলনায় কিক বক্সিংয়ের একজন বক্সারকে আধুনিক কৌশল জানার পাশাপাশি অনেক বেশি শারীরিক শক্তির অধিকারী হতে হয়। যে কারণে কিক বক্সিং প্রতিযোগিতায় সব বক্সাররা...