মানিকগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা
মানিকগঞ্জে জমে উঠেছে ঈদের কেনা কাটা। ঈদের আর মাত্র বাকি আছে কয়েক দিন। প্রতি দিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে নামিদামী বস্ত্রবিতান, শপিংমহল। অপর দিকে নামিদামী বিপনী বিতানগুলোতে পোশাকের দাম একটু বেশি হওয়ায় ফুটপাতের দোকানগুলোতেও ভিড় লক্ষ করা গেছে।
মানিকগঞ্জ শহরের ডলিপ্লাজা, পালকি, সিঙ্গাপুর মার্কেট, তৃপ্তিপ্লাজা জেপিপ্লাজা, পৌর মার্কেটসহ বিভিন্ন মার্কেট রয়েছে। এসব মার্কেটে গত বছরের চেয়ে...