মসজিদ কমপ্লেক্স রক্ষায় সংবাদ সম্মেলন
পটিয়া উপজেলার কোলাগাঁও গ্রামে ছৈয়দে আরবী সুলতান আনোয়ারুল হক শাহ্্ আউলিয়া (রহ.) প্রকাশ অগ্নিশাহ মাজার ও মসজিদ দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। মসজিদ কমপ্লেক্স রক্ষায় গত শনিবার বিকালে মসজিদের মুসল্লীগণ ও মতোওয়াল্লী কর্তৃক মসজিদ কম্পাউন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড পরান আলী বাড়িতে ১৯৯১ সালে হাটহাজারী উপজেলার ছিপাতলী...