মাগুরায় ঈদের বাজারে ক্রেতাদের ভিড় বাড়ছে
ঈদ যত এগিয়ে আসছে, তত ঈদের বাজারে ক্রেতাদের ভীড় বাড়ছে। ইতোমধ্যে মাগুরায় ঈদকে সামনে রেখে শহরের বাজারগুলো জমে উঠেছে। ২০ রমজানের পর থেকে গ্রাহকরা তাদের পছন্দের পোশাক কিনতে বিভিন্ন দোকানে ভিড় করছেন। এরই মধ্যে শহরের বেবিপ্লাজা, নূরজাহান প্লাজা, সুপার মার্কেট, জমজম মার্কেট, শাহিদা মার্কেট, সমবায় মার্কেট, কাজী টাওয়ার, খন্দকার প্লাজায় সকাল ১০টা থেকে রাত্রী ১১টা পর্যন্ত পোশাক বিক্রি শুরু হয়েছে...