ছাতকে প্রতিপক্ষের হামলায় প্রবাসীসহ আহত ৬
১৯ মার্চ ২০২৩, ০৯:১৭ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩, ০৬:৪৯ পিএম
সুনামগঞ্জের ছাতকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক প্রবাসীসহ ৬ ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেলে উপজেলার দোলারবাজার ইউনিয়নের পূর্ব বসন্তপুর গ্রামে। অতর্কিত হামলায় গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় ওইদিন রাতে মাসুক মিয়াকে প্রধান আসামি করে ১১জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, পারিবারিক কাজে সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে আসেন পূর্ব বসন্তপুর গ্রামের মৃত আফতাব আলীর ছেলে ছুরত আলী। গত শনিবার দুপুরে নিজের ব্যবহৃত মোটরসাইকেল যোগে সিলেটের বাসা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে বের হন। পূর্ব বসন্তপুর গ্রামের মৃত মখলিছ আলীর ছেলে, তারই ভাতিজা আবদুল বাছিত লিটন (৩০) কে সাথে নিয়ে তিনি রসুলগঞ্জ হয়ে কচুরকান্দি-জগন্নাথপুর রাস্তায় পূর্ব বসন্তপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আবদুল কাদিরের বাড়ি সংলগ্ন পাকা রাস্তায় পৌঁছা মাত্র মোটরসাইকেলটি গতিরোধ করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে তারিফ আলীর নেতৃত্বে সংঘবদ্ধরা তাদের ওপর হামলা চালায়। প্রাণে বাঁচতে যুক্তরাজ্য প্রবাসী ছুরত আলী পাশের একটি বাড়িতে আশ্রয় নিলেও হামলা থেকে বাঁচতে পারেনি মোটরসাইকেল আরোহী আবদুল বাছিত লিটন। তাকে কুপিয়ে আহত করে মোটরসাইকেলটি ভাঙচুর করে হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক। এসময় তাদেরকে বাঁচাতে এগিয়ে এসে প্রতিপক্ষের হামলায় আহত হন আখলুছ মিয়া (৬০), ফারুক আহমদ (৩৮), সেফু মিয়া (২৬) ও লেবু মিয়া (২০)। তাদেরকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী ছুরত আলী বলেন, পূর্ব বসন্তপুর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মাসুক আলী, তারিফ আলী, ফারুক আলী, আঙ্গুর আলী ও ইলিয়াছ আলীদের কাছ থেকে ২০১৬ সালে ছাতলবিলের ৬০ শতক ভূমি তিনি ক্রয় করার পর খনন করে মৎস্য সংরক্ষণ ও আহরণ করে আসছেন। তিনি প্রবাসে থাকায় এসব জায়গা জমি জোর পূর্বক জবর-দখলের চেষ্টা করে আসছিল তারা। এসব বিষয় নিয়ে তাদের সাথে তার বিরোধ দেখা দেয়। তিনি বলেন, পূর্ব পরিকল্পিতভাবে তারিফ আলীর নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায় এবং তিনিসহ ৬ জন ব্যক্তি আহত হয়েছেন। জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পলাশ চন্দ্র বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছাতক থানায় লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন ওসি তদন্ত আরিফ হোসেন।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
নাটকীয় শেষ দশ মিনিটে দুই গোল শোধ করে বার্সাকে রুখে দিল সেল্তা
বিবর্ণ সিটিকে ইতিহাদেই বিধ্বস্ত করলো টটেনহ্যাম
নটিংহ্যামকে হারিয়ে চার ম্যাচের জয়খরা কাটালো আর্সেনাল
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক
পাঠ্যবই ছাপায় অনিয়মে আনন্দ প্রিন্টার্সকে সতর্কতা
দক্ষিণ লেবাননে ৬ চিকিৎসাকর্মী নিহত
জনগণের সাথে জনসংযোগ বাড়াতে হবে
আমরা যুদ্ধে বিশ্বাসী না কেউ গায়ে পড়লে জবাবের প্রস্তুতি রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
বাফুফের নতুন সভাপতি তাবিথের কাছে ২৭ রেফারির চিঠি
ফের বাড়লো সোনার দাম, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা
বাংলাদেশে খেলা নিয়ে অনিশ্চিয়তায় হামজা!
বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে অনূর্ধ্ব-২০ নারী সাফের খেলা
সিলেটে মাজিদের ফিফটি
অ্যাম্বাসেডর কাপ উশুতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন
মাদক শুধু ব্যক্তিকে নয় পরিবারকেও ধ্বংস করে
সাধারণ মানুষের পেটে লাথি মেরে আ.লীগ নিজেদের ভাগ্য গড়েছে : এমরান সালেহ প্রিন্স
ধর্মদ্রোহী সরকারের সময় কোনো ধর্মই নিরাপদ ছিল না
দৌলতখানে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক
সুন্দরগঞ্জে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম
বৈষম্যের শিকার কুমিল্লার ১৫ হাজার এতিম শিশু