সাব-স্টেশন নির্মাণে অনিয়মের অভিযোগ
১৪ এপ্রিল ২০২৫, ১২:১২ এএম | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫, ১২:১২ এএম

নোয়াখালীর সদর উপজেলার মান্নান নগরে মাইজদী ১৩২/৩৩ কেভি বিদ্যুতের সাব-স্টেশন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণাধীন প্রজেক্টের সকল তথ্য সামনে প্রদর্শন করার নিয়ম থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান তা করেনি।
সাব-ঠিকাদার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ার্ল্ড ব্যাংক-এর অর্থায়নে ২০২২ সালে ‘পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড’র (পিজিসিবি’র) তত্ত্বাবধানে নোয়াখালীর মাইজদীতে বিদ্যুতের এ সাব-স্টেশান নির্মাণ কাজ শুরু হয়। চায়নার এনহেসমেন্ট সিংহেং পাওয়ার নেটওয়ার্কিং কোম্পানি এ কাজটি পেয়ে থাকে।
সাবস্টেশন নির্মাণের কাজগুলোর মধ্যে রয়েছে মাটি ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ, বহুতল ভবন, ট্রান্সফর্মা স্থাপন, আনসার ব্যারাক, সড়ক ও ড্রেন নির্মাণ। চায়না কোম্পানি এ কাজগুলো নিজে সরাসরি না করে বিভিন্ন গ্রুপে সাব-কন্ট্রাকে দিয়ে দেন। আর এসব সাব-কন্ট্রাকের তদারকি করেছেন পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর ‘প্রজেক্ট সিক্স’-এর ম্যানেজার ওমর ফারুক। ওমর ফারুক বড় ধরনের সুবিধা নিয়ে এ কাজগুলো সাব-কন্ট্রাকে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সাব-কন্ট্রাকটর নিম্নমানের সামগ্রী ইট, বালি, সিমেন্ট, রড, পাথর, খোয়া দিয়ে যেনতেনভাবে এই কাজগুলো করে যাচ্ছেন। নির্মাণাধীন প্রকল্পের সকল তথ্য সামনে প্রদর্শন করার নিয়ম থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান তা করেননি। প্রকল্প-সিক্স-এর ম্যানেজার ওমর ফারুক আওয়ামী লীগের দোসর হয়েও স্থানীয় নেতাদের ম্যানেজ করে এলাকার জনগণকে মামলা-হামলাসহ নানা ভয়ভীতি দেখিয়ে এই অনিয়মগুলো করে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন, ছাত্র সমন্বয়ক ডাক্তার গোলাপ, স্থানীয় সারোয়ার আল বাবুল, আমির হোসেন, হারুন অর রশিদ অভিযোগ করেন, মান্নাননগর এলাকায় বিদ্যুতের মাইজদী সাব স্টেশন নির্মাণে শুরু থেকে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করে আসছে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো। এখানে চরাঞ্চলের নিম্নমানের নোনাযুক্ত ইট, চরাঞ্চলের কাদামাটি যুক্ত ভিটি বালু দিয়ে ভবন দেয়াল ও সীমানা প্রাচীর নির্মাণে নিম্নমানের ইটের খোয়া, পাথর, সিমেন্ট ব্যবহার করে আসছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এছাড়া দরজা জানালায় নিম্নমানের কাঠ, লোহার গ্রিল ও থাই গ্লাস লাগানো হয়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, কাজ শেষ হলে দুই তিন বছর পর ওয়ালগুলো থেকে পলেস্তারা খসে পড়বে, এতে করে সীমানা প্রাচীর, দরজা, জানালাসহ পুরো অবকাঠামো ভেঙে পড়বে। এটি দেখার যেন কেউই নেই। স্থানীয় জনগন এসকল অনিয়মের প্রতিবাদ করলে প্রকল্প-সিক্স-এর ম্যানেজার ওমর ফারুক ও ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন নিজেদেরকে আওয়ামী লীগের লোক দাবি করে প্রভাব বিস্তার করে যেনতেনভাবে কাজ চালিয়ে যাচ্ছে। জুলাই-আগস্ট বিপ্লবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ওমর ফারুকরা এখন সুর পাল্টিয়ে নিজেদেরকে বিএনপির লোক বলে প্রচার শুরু করছে। তবে অভিযোগ উঠেছে, চৌমুহনী সাব-স্টেশান নির্মাণ কাজেও ব্যাপক অনিয়ম হয়েছে।
বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে অনিয়মের তথ্য সংগ্রহে সরেজমিনে গেলে প্রজেক্ট সিক্স-এর ম্যানেজার ওমর ফারুকসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন সাংবাদিকদের ওপর হামলা করতে উদ্যত হয়, ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং গালমন্দসহ হুমকি-ধামকি ও ভয়-ভীতি প্রদর্শন করে। এ সময় সাংবাদিকদের সাথে স্থানীয় লোকজন একত্রিত হয়ে প্রতিবাদ করলে তখন তারা মারমুখী আচরণ থেকে পিছু হটে, নমনীয় আচরণ করে।
এ বিষয়ে প্রজেক্ট সিক্স’র ম্যানেজার ওমর ফারুকের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে উগ্র আচরণ করেন, সঠিক তথ্য না দিয়ে অনেক তথ্য এড়িয়ে যান। তিনি জানান, পিজিসিবি তথা পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিঃ’র তত্ত্বাবধানে ওয়ার্ল্ড ব্যাংক এর অর্থায়নে প্যাকেজ সিক্স-এর একটি প্রকল্প সদরের মান্নাননগরে অপরটি বেগমগঞ্জের চৌমুহনীতে। মান্নাননগরের সাব-স্টেশান এ প্রজেক্টটি আড়াই বছর ধরে কাজ চলছে। ২৫ সালের মার্চে এটি শেষ হবার কথা। ওয়ার্ল্ড ব্যাংক ও মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ কাজ হচ্ছে। একনেক কমিটি ও অডিট কমিটির পর্যবেক্ষণে কাজ চলছে। এখানে মাটি ভরাট, ভবন নির্মাণ, সীমানা প্রাচীর, আনসার ব্যারাক, ড্রেন ও শাখা সড়ক নির্মাণ হবে। এটি সাব-কন্ট্রাকে আপন কনস্ট্রাকশনসহ একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে। কাজের অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তিনি প্রথমে এড়িয়ে যান, পরবর্তীতে স্বীকার করে বলেন- শেষ মুহূর্তে ইটবালি ইটের খোয়াসহ কিছু নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে।
এ বিষয়ে জানতে চেয়ে সাব কন্টাকটার আপন কনস্ট্রাকশনের সত্ত্বাধিকারী মফিজ মিয়ার মুঠোফোনে বেশ কয়েকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে আপন কনস্ট্রাকশনের দায়িত্বে থাকা প্রকৌশলী এ. আর রাসেল, প্রজেক্ট ম্যানেজার ওমর ফারুকদের ঔদ্ধত্যপূর্ণ আচরণে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। এ ঘটনায় নিউজ হলে ঠিকাদারী প্রতিষ্ঠানের ক্ষতি হবে, তাদের বিল আটকে যাবে। সেজন্য সংবাদ প্রচার না করতে সাংবাদিকদের অনুরোধ করেন।
রাসেল আরও জানান, মাইজদী সাব স্টেশনের কাজ পেয়েছে চায়না কোম্পানি। তবে ওমর ফারুক বলতে তিনি শুনেছেন এ প্রজেক্ট এর ব্যয় শত কোটি টাকা। আপন কনস্ট্রাকশন সাব-কন্ট্রাকে ভেতরের পশ্চিম পাশে চার তলা ভবন, আনসার ব্যারাক, শাখা সড়ক ও ড্রেন নির্মাণ করছে। এখানে বাউন্ডারি মাটি ভরাট ট্রান্সফর্মার স্থাপন অন্য ঠিকাদাররা করছে, নিম্নমানের কাজের বিষয়টি তিনি এ০ি.ড়য়ে যান।
এ নিয়ে পিডিবির নোয়াখালী নির্বাহী প্রকৌশলী হাবিবুল কবিরের কাছে জানতে চাইলে তিনি পরে জানানোর কথা বলেন। পরবর্তীতে আবার ফোন করলে তিনি চৌমুহনী গ্রিডের প্রকৌশলী আব্দুর রহমানের সাথে যোগাযোগ করতে বলেন। চৌমুহনী গ্রিডের প্রকৌশলী আব্দুর রহমানের কাছে জানতে চাইলে তিনি তথ্য দিতে অপরাগতা প্রকাশ করেন, সাবস্টেশন নির্মাণের কোন তথ্য তাদের কাছে নেই বলে জানান। তবে তিনি জানান, ঠিকাদারের কাজ শেষ হলে বিদ্যুতের সাইটটি তারা বুঝে নেবেন, কিন্তু কনস্ট্রাকশন সাইটটি তাদের (গ্রিডের নয়) বুঝার বিষয় নয়।
এ প্রসঙ্গে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, বিষয়টি আমার জানা নেই, এখন যেহেতু শুনেছি খবর নেব।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন

এশিয়াটিকের সকল ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি ক্ষুদ্র উদ্যোগের বিকাশ

কিছুটা কমল স্বর্ণের দাম

৩ বছর পর ময়মনসিংহ জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক মতবিনিময়

৩৬ কোম্পানির নিবন্ধন বাতিল

আওয়ামী লীগকে গণহত্যাকারী হিসেবে ঘোষণার আগ পর্যন্ত রাজপথে থাকবো : এনসিপি নেতৃবৃন্দ

‘ইউএমপি’ ব্যবহারে ফিরবে গতি

ঘুষ কেলেঙ্কারীর অভিযোগে লালমনিরহাট চীফ জুডিশিয়াল আদালতের নাজিরকে বহিস্কারের দাবিতে মানব বন্ধন ও সমাবেশ

কুলাউড়ায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সহ আটক- ২

রাজউককে আর হাউজিং করতে দেয়া যাবে না: রিজওয়ানা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়তে চাই- উপাচার্য

দৌলতপুরে ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী শতভাগ অনুপস্থিত

শ্রীমঙ্গলে অবৈধ বালু ও মাটি উত্তোলন অভিযানে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কুয়েট শিক্ষার্থীরা চাইছেন পদত্যাগ, ভিসি বললেন আমার ওপর নির্ভর করছে না

ফের দেশকে অস্থিতিশীল করার নীলনকশায় ফ্যাসিস্ট জাহাঙ্গীর

কাশ্মীরে হামলার ঘটনায় সন্দেহভাজন তিন জনের স্কেচ প্রকাশ

ভারতের বিরুদ্ধে ক‚টনৈতিক যুদ্ধ ঘোষণা করুন ভারতীয় হাইকমিশনে গণমিছিল কর্মসূচিতে মাওলানা মামুনুল হক

‘আমার ভাই মরছে- ভিসি কেন হাসছে; শিক্ষার্থীরা কফিন মিছিলে

যত দুর্ভোগ এক কিলোমিটারে

সৈয়দপুরে স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেপ্তার