ফসল রক্ষা বাঁধে অনিয়মের অভিযোগ
২০ মার্চ ২০২৩, ০৮:২৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৪৫ এএম
সুনামগঞ্জের ছাতকে একাধিক পিআইসি কমিটির বিরুদ্ধে হাওরের ফসলরক্ষা বাঁধের মেরামত কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার চরমহল্লা ইউনিয়নের চানপুর এলাকার ফয়সল আহমদ বাদি হয়ে দেখার হাওরের ৪টি পিআইসি কমিটির কাজের অনিয়মের বিষয়ে স্থানীয় এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে যৌথ স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ করেন। এর আগে উপজেলার কামরাঙ্গিচর এলাকার ছোরাব আলী বাদি হয়ে একটি ও ২২নং পিআইসি কমিটির বিরুদ্ধে বড়কাপন এলাকার মিজানুর রহমান বাদি হয়ে আরও একটি অনিয়ম-দুর্ণীতির অভিযোগ দায়ের করেন।
লিখিত এ অভিযোগে উল্লেখ করা হয়, ইউনিয়নের ১১/১২/১৩/১৪ নং পিআইসি কমিটির হাওর রক্ষা বাঁধের ব্যাপক অনিয়ম করা হয়েছে। বাঁধের কাজে থাকা পিআইসি কমিটির দায়িত্বশীলদের বিরুদ্ধে কাজ অসম্পূর্ণসহ নানা অভিযোগ করা হয়। পিআইসি কমিটির সদস্যদের কেউ কেউ বাঁধের মাটি ব্যবহার করে নিজেদের পছন্দ মতো নিজ বাড়ি, রাস্তা, ডোবা ও জায়গা ভরাট করেছেন। হাওরের অনিয়মের কারণে সাধারণ কৃষকরা ফসলের ক্ষতির আশঙ্কা করছেন। তাদের মতে দেখার হাওরের বাঁধের কাজ শতকরা ৩০ থেকে ৪০ ভাগ কাজ করা হয়েছে।
এদিকে, উপজেলা ৯নং পিআইসি কমিটির সদস্যরা জোরপূর্বক কামরাঙ্গিচর এলাকার গ্রামের গরিব কৃষকের ফসলের জমি নষ্ট করে মাটি খনন ও নিজ ভূমি মাটি ভরাট করা হয়েছে। এসব প্রকল্প কাজের মেয়াদ শেষ হয়ে গেলেও বাঁধের শতভাগ কাজ শেষ হয়নি।
অপরদিকে, উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন এলাকার ২২নং পিআইসি কমিটির হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত কাজের সীমাহীন অনিয়ম দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে মিজানুর রহমান বাদি হয়ে গত ১ মার্চ সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি অভিযোগ করা হয়। একই বিষয়ে গত ৯ মার্চ জেলা প্রশাসক বরাবরে ডেকার হাওরের মাছুখাল বেড়িবাঁধের দুর্ণীতি ও লুটপাঠের বিরুদ্ধে অভিযোগ নিস্পত্তি না হওয়া পর্যন্ত জনস্বার্থে চুড়ান্ত বিল প্রদান না করার জন্য লিখিত আবেদন করেন উপজেলার বড়কাপন গ্রামের বাসিন্দা মিজানুর রহমান।
এ বিষয়ে ‘হাওর বাঁচাও আন্দেলন’ উপজেলা কমিটির নেতৃবৃন্দ বলেছেন, সরকার দলের সমর্থক ও পছন্দের কৃষকরা কাজ পেয়ে নিয়ম-নীতির তোয়াক্কা না করে কাজ করেছেন। যে কারনে টেকসই বাঁধ মেরামত কাজ নিয়ে উপজেলার অনেক কৃষকই শঙ্কা প্রকাশ করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প কমিটির সভাপতি নুরের জামান চৌধুরী অনিয়মের অভিযোগের বিষয়ে বলেন, বাঁধ মেরামত কাজ গত ৮ মার্চ শেষ হয়েছে। যে সকল প্রকল্পের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করা হয়েছে, সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
কান্নায় রয়েছে যেসব উপকারিতা
জাতিসংঘের বিশেষায়িত সংগঠন ‘ইউএনআরডাব্লিউএ' এর সাথে সম্পর্ক ছিন্ন করলো ইসরাইল
দিনাজপুরের খানসামায় ১১ বছর আগের চাঁদাবাজি ও বিএনপি'র কার্যালয় ভাংচুরের মামলা
চাঁদপুরে ডিম ছাড়ার পর ইলিশের গবেষণা
নিষেধাজ্ঞা শেষ পদ্মা নদীতে ইলিশ ধরায় ব্যস্ত জেলেরা
বগুড়ায় ২০ টাকায় পঁচা পেয়াজ কিনে ৮০ টাকায় বিক্রি, কেজিতে লাভ ৬০ টাকা
আন্দোলনে বিরোধীতা ও ছাত্রলীগের পক্ষ নেয়ায় জবি শিক্ষককে অবাঞ্চিত ঘোষণা
ইরানের স্যাটেলাইট ‘কোসর ও হুদহুদ’ উৎক্ষেপন করবে রাশিয়া
মৃত্যুর আগে ৭২ ঘন্টা কিছুই খাননি হামাস নেতা সিনওয়ার
যানজটমুক্ত কক্সবাজার শহর গড়তে জেলা পুলিশ প্রশিক্ষণ দিচ্ছে ড্রাইভারদের
ইসিকে সরকারের ৯ সতর্কতা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার বাংলা ব্যালট পেপার সংযুক্ত
কী কারণে স্যোশাল ইসলামী ব্যাংকে ৫৮৯ জনের চাকরিচ্যুতি
গর্ভবতী না হয়েও মাতৃত্বকালীন ভাতা নিচ্ছেন নারী ইউপি সদস্য
মন্দিরে ‘এসি’র পানি ‘চরণামৃত’ ভেবে পান করছেন ভক্তরা!
সঞ্চয়পত্র থেকে সাড়ে ৮ হাজার কোটি টাকা ঋণ নিল সরকার
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ, যা বলছেন নেটিজেনরা
'মিডিয়ায় মাফিয়া তাপসের উত্থান এবং হেরেমখান বৃত্তান্ত'
স্কুল-কলেজে নতুন ফি নির্ধারণ করল সরকার
ট্রাম্পকে সমর্থন জানালেন মার্কিন পডকাস্টার জো রোগান