ফসল রক্ষা বাঁধে অনিয়মের অভিযোগ
২০ মার্চ ২০২৩, ০৮:২৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৪৫ এএম

সুনামগঞ্জের ছাতকে একাধিক পিআইসি কমিটির বিরুদ্ধে হাওরের ফসলরক্ষা বাঁধের মেরামত কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার চরমহল্লা ইউনিয়নের চানপুর এলাকার ফয়সল আহমদ বাদি হয়ে দেখার হাওরের ৪টি পিআইসি কমিটির কাজের অনিয়মের বিষয়ে স্থানীয় এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে যৌথ স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ করেন। এর আগে উপজেলার কামরাঙ্গিচর এলাকার ছোরাব আলী বাদি হয়ে একটি ও ২২নং পিআইসি কমিটির বিরুদ্ধে বড়কাপন এলাকার মিজানুর রহমান বাদি হয়ে আরও একটি অনিয়ম-দুর্ণীতির অভিযোগ দায়ের করেন।
লিখিত এ অভিযোগে উল্লেখ করা হয়, ইউনিয়নের ১১/১২/১৩/১৪ নং পিআইসি কমিটির হাওর রক্ষা বাঁধের ব্যাপক অনিয়ম করা হয়েছে। বাঁধের কাজে থাকা পিআইসি কমিটির দায়িত্বশীলদের বিরুদ্ধে কাজ অসম্পূর্ণসহ নানা অভিযোগ করা হয়। পিআইসি কমিটির সদস্যদের কেউ কেউ বাঁধের মাটি ব্যবহার করে নিজেদের পছন্দ মতো নিজ বাড়ি, রাস্তা, ডোবা ও জায়গা ভরাট করেছেন। হাওরের অনিয়মের কারণে সাধারণ কৃষকরা ফসলের ক্ষতির আশঙ্কা করছেন। তাদের মতে দেখার হাওরের বাঁধের কাজ শতকরা ৩০ থেকে ৪০ ভাগ কাজ করা হয়েছে।
এদিকে, উপজেলা ৯নং পিআইসি কমিটির সদস্যরা জোরপূর্বক কামরাঙ্গিচর এলাকার গ্রামের গরিব কৃষকের ফসলের জমি নষ্ট করে মাটি খনন ও নিজ ভূমি মাটি ভরাট করা হয়েছে। এসব প্রকল্প কাজের মেয়াদ শেষ হয়ে গেলেও বাঁধের শতভাগ কাজ শেষ হয়নি।
অপরদিকে, উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন এলাকার ২২নং পিআইসি কমিটির হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত কাজের সীমাহীন অনিয়ম দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে মিজানুর রহমান বাদি হয়ে গত ১ মার্চ সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি অভিযোগ করা হয়। একই বিষয়ে গত ৯ মার্চ জেলা প্রশাসক বরাবরে ডেকার হাওরের মাছুখাল বেড়িবাঁধের দুর্ণীতি ও লুটপাঠের বিরুদ্ধে অভিযোগ নিস্পত্তি না হওয়া পর্যন্ত জনস্বার্থে চুড়ান্ত বিল প্রদান না করার জন্য লিখিত আবেদন করেন উপজেলার বড়কাপন গ্রামের বাসিন্দা মিজানুর রহমান।
এ বিষয়ে ‘হাওর বাঁচাও আন্দেলন’ উপজেলা কমিটির নেতৃবৃন্দ বলেছেন, সরকার দলের সমর্থক ও পছন্দের কৃষকরা কাজ পেয়ে নিয়ম-নীতির তোয়াক্কা না করে কাজ করেছেন। যে কারনে টেকসই বাঁধ মেরামত কাজ নিয়ে উপজেলার অনেক কৃষকই শঙ্কা প্রকাশ করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প কমিটির সভাপতি নুরের জামান চৌধুরী অনিয়মের অভিযোগের বিষয়ে বলেন, বাঁধ মেরামত কাজ গত ৮ মার্চ শেষ হয়েছে। যে সকল প্রকল্পের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করা হয়েছে, সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

র্যাংগস ই-মার্টে শুরু হলো এসি কার্নিভাল

ঈদুল ফিতরে ২১ হাজার উদ্যোক্তাকে ডিজিটাল রূপান্তরে সহায়তা করলো জাতিকইজি

‘মঙ্গল’ নাম বদলে ক্ষোভ, ব্যাখ্যা চান চারুকলার শিক্ষার্থীরা

এক হাজার শয্যার আধুনিক হাসপাতাল উপহার দিচ্ছে চীন

২১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

বৈশাখের কালো ঘোড়া

কালবৈশাখী

বৈশাখ

আচানক এইসব দৃশ্য

পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

নারায়ণগঞ্জে আরসা প্রদানসহ ছয় জনের ফের আট দিনের রিমান্ডে

খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ সরদার বকুলের বিরুদ্ধে

ভারতীয় আধিপত্যবাদের হুমকিভারতীয় আধিপত্যবাদের হুমকি

কবিতায় বৈশাখ

দ্রুত সময়ে ময়মনসিংহে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হবে: বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ

নববর্ষ ও বিজাতীয় আগ্রাসন

নানার বাড়ীতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর

বাংলা সন ও সাংস্কৃতিক লড়াই

মাগুরার চাঞ্চল্যকর আছিয়া ধর্ষন মামলার চার্জশিট দাখিল

‘জয় শ্রীরাম’ শ্লোগান দেয়ার নির্দেশ দিয়ে বিতর্কে তামিলনাডুর রাজ্যপাল